-
|| ভগবান ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Bhagaban
যুগ-যুগান্ত ধরে মানুষ সাধনা করে
কিভাবে, কবে তাঁকে পাবে।
দিনের কাজ, রাতের ঘুম, সব ছেড়ে
উন্মাদের মতো সে এই চিন্তায় মাতে।
জীবনের সব সুখ ছেড়ে
এটাই তার সুপ্ত আশা।
কবে যে তার আসবে
ভগবানের ভালোবাসা।
মানুষ যদি তার নিজের ভালো করতে গিয়ে
পরের ভালোও করতে পারে,
কোনোও মানুষকে দুঃখ না দিয়ে
নিজের কাজ করতে পারে,
তবে একদিন সে পাবেই দেখ
সেই অপার্থিব স্পর্শ দুহাত ভরে।