• || শরীর ও মন ||
    Poetry

    || শরীর ও মন ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Shareer o Mon

    মানুষ নিজের কষ্টের বোঝা

              নিজেই বয়ে বেরায়।

    সেই কষ্ট বইতে বইতে

              সে হাঁপিয়ে যায়।

    মনের সেই কষ্ট

             শরীরে এসে পড়ে।

    তখন মনের সঙ্গে

             শরীরও খারাপ হয়ে পরে।

    শরীর ও মন

            দুটি জমজ বোনের মতো।

    একজনের কষ্টে

            অন্যজনের হয় ক্ষত।

    তাই শরীর ভালো রাখতে

                মন ভালো রাখতে হবে।

    আর মন ভালো রাখতে হলে

                 শরীর ভালো রাখতে হবে।

    দুজনেই যখন প্রাণবন্ত হবে

          তখন জীবন গতিময় হবে।

    খুশির হাত ধরে

       জীবন এগিয়ে যাবে সার্থকতার পথে।