• ।। পজিটিভ মাইন্ড সেট ।।
    Hot Topics,  Poetry

    ।। পজিটিভ মাইন্ড সেট ।।

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Positive mind set

    আরে বাংলা কবিতায়

                ইংরেজি কথা কেন?

    ভাবলাম, এটাই বোধহয় ঠিক

                 এটাই ঠিক যেন।

    আমরা কথা বলি

           ইংরাজি কথা মিশিয়ে মিশিয়ে।

    বাংরেজি এখন বাংলা কথা

               ইংরেজি চিবিয়ে চিবিয়ে।

    অঙ্ক নিয়ে পড়াশুনা আমার

                তাই পজিটিভ মানেটা জানি।

    যত গন্ডগোল নেগেটিভ আর জিরো নিয়ে

                       এ কথাটাও মানি।

    পরীক্ষার মার্কস, খেলার রেজাল্ট

                 পজিটিভ সংখা সবাই চায়।

    চিকিত্‌সায় কিছু টেস্ট পজিটিভ

                   সেটা মোটেই কাম্য নয়।

    পজিটিভ লেখা চাই

          চাই পজিটভ কথা বলা।

    পজিটিভ কাজ করা

          দিনে পজিটিভ নিয়ে চলা।

    ইমেল, মেসেজে ʼনাʼ কথাটি ছাড়া

            ʼনাʼ কথাটি ছাড়া কথা বলা।

    নেতি বাচক কাজ থেকে বিরত থেকে

                          ভাল কাজ করে চলা।

    ডিসিপ্লিন মেনে চলে

                        ।একই সময়ে করো একই কাজ।

    এতে কাজ হবে তাড়াতাড়ি

                    মনে হবে  মেসিনের মত চলছি আজ।

    শরীর চর্চা করতে হবে

                             নিয়ম করে প্রতিদিন।

    শরীরটা চাঙ্গা হলে

                             মনটাও হবে রঙ্গীন।

  • ।। চিন্তা কোরো না ।।
    Poetry

    ।। চিন্তা কোরো না ।।

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Chinta koro na

    চিন্তা কোরো না।

    মনের চিন্তা দূরে রাখ

          থাকো হাসি খুশি ফুরফুরে।

    মনটা যদি শান্ত থাকে

              শরীর হবে ঝরঝরে।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    ছেলের চাকরি, মেয়ের বিয়ে

              ঠিক সময়েই হবে।

    শান্ত মনে কাজ করে যাও

               সময়ে সব পাবে।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    ইউটিউবের সাবস্কাইবার

              বাড়লো না তো আজ।

    দুঃশ্চিন্তা ছেড়ে তুমি

               করতে বসো কাজ।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    নাতির পরীক্ষার ফল কেমন হবে।

              সেই চিন্তায় প্রাণ অতিষ্ট?

    দেখ নাতি কি করছে

                           মনে রেখ না কোনোও কষ্ট।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    গুরুদেবের প্রয়াণে মন এতই ভারাক্রান্ত

           তা বলে বৃন্দাবন যাওয়া বন্ধ কোরো না।

    সব মানুষই মরণশীল

                             মনে কষ্ট পেয় না।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    মন ভাল হলে, কাজ ভাল হয়

                         কাজ ভাল হলে মন।

    এদের দেখে মনে হয়

                             এরা যমজ বোন।

    চিন্তা কোরো না।

    চিন্তা কোরো না।

    সুস্হ থাকতে মন ভাল চাই

                    করতে হবে অনেক কাজ।

    সবটা দেখে মনে হবে

                    তুমি নিজেই মহারাজ।

    চিন্তা কোরো না।