• ।। শখ ।।
    Poetry

    ।। শখ ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Sokh শখ আছে নানান জনের             নানান রকম শখ। গাড়ী চালানো নেশা করোর            কারোর বকবক। বচিক শিল্পের শেষ কি আছে       আবৃত্তি, নাটক কিম্বা হাসির কথা বলা। নাচ করা, গান করা              আর নানান রকম খেলা। কবিতা আর গল্প লেখায়             কারও আছে দিনটি জুড়ে। ছবি এঁকে দিনটি কাটে             কারও আবার বিদেশ ঘুড়ে। কুকুর পোষা, বিড়াল পোষা             কেউ করছে বাগান। শরীর চর্চা, ম্যারথন দৌড়              কেউ ব্যস্ত নিয়ে তান। আচ্ছা, শখ কেন হয়             ভাবি কেন? কিছু না পারার কারনে              ইচ্ছার উদ্রেগ জেন। গান গাইতে জানে           কিনতু গায় বাথরূম সঙ। ওটা পুরো শেখা…