• ।। জম্বি ড্রাগ ।।
    Poetry,  Poetry on hot topics

    ।। জম্বি ড্রাগ ।।

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Zombie Drug

    মানুষ হয়ে পরে জম্বির মতো

           এই যে ড্রাগ খায়।

    তাদের হাত-পা ফেটে গিয়ে

       রক্ত, মাংস আর পুঁজ বেরোয়।

    গরু, ঘোড়াকে ট্রানকুলাইজ করতে

                এটি ব্যাবহৃত হয়।

    জাইলেজিন নামের একটি ওষুধ দিয়ে

                    এই জম্বি ড্রাগ তৈরী হয়।

    এটি খেয়ে কিছুদিন আগে

           নʼজন মারা গেছে।

    সব জেনেও মানুষেরা

                   জম্বি ড্রাগ খেয়ে যাচ্ছে।