• || দৃষ্টি ||
    Poetry

    || দৃষ্টি ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Sight

    মানুষ দেখতে পায়

           কুড়ি ফুট দূরের জিনিষ।

    কারো কারো চোখ খারাপ

      তার দৃষ্টি দশ বা পনের ফুটেই শেষ।

    কিন্‌তু আমরা খালি চোখে দেখতে পাই না

              এমন অনেক কিছু আছে।

    ব্যাকটেরিয়া বা মলিকুল দেখা যায় না

               সেটা থাকলেও ধারে কাছে।

    পাখি মানুষের থেকে

                   অনেক শার্প দেখে।

    আলোর আলট্রা ভায়োলেট ফ্রিকোয়নসিতে

      যাতে মানুষ দেখতে পায় না, সেটা পাখি দেখে চোখে।

    বৈজ্ঞানিক মতে, পাখির দৃষ্টিশক্তি

        মানুষের থেকে প্রায় আট গুণ ক্ষুরধার।

    ঈগল পাখি অনেক দূর থেকে

              ধরে তার শিকার।

    অন্ধকারে পেঁচা খুব সহজে

                    দেখতে পায়।

    তবে দৃষ্টিশক্তি সকালের থেকে

              রাত্রে অনেক কমে যায়।

    মানুষ কম দৃষ্টিশক্তি নিয়েও

             পশুপক্ষীদের ডমিনেট করে।

    এটা সম্ভব কারণ মানুষের অনেক বেশী

              চিন্তা ও বুদ্ধির জোরে।

    চর্মচক্ষে মানুষের ক্ষমতা কম

      কিন্‌তু মানস চক্ষে সে করে বিশ্বজয়।

    তাই সে ভগবানের শ্রেষ্ঠ জীব

      নেই তার কোনও কিছুতেই ভয়।

    মেডিক্যল সায়েন্স, কম্পিউটার সায়েন্স

         মানুষ আজ পৌঁছেছে কত ওপরে।

    এ তো ভাবনার অতীত

        দশ বছর আগেও, এ ছিল কল্পনার বাইরে।

    মানুষের ভিসনের জোরে

           সে এ সব করতে পারছে।

    তাই চর্মচক্ষুতে নয়, চিন্তা ও কল্পনাশক্তি দিয়ে

              সে বিশ্বজয় করছে।