• ইচ্ছাপূর্তি – চতুর্থ পর্ব
    Poetry

    ইচ্ছাপূর্তি – চতুর্থ পর্ব

    ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত )

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    এদিকে সুশীল আগে যাত্রাগানের পালায়

               বাড়ী থেকে পালিয়ে পৌঁছে যেত ।

    সে বৃষ্টি হোক, কিম্বা রাত্রে হিম পরুক

                সে যাত্রা দেখে বাড়ী ফিরে আসত ।

    কিন্তু আজকের বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে

             কখনও বা সর্দিকাশি নিয়ে বাড়ী ফিরছে ।

    আবার কখনও গায়ে মাথায় শরীর খারাপ নিয়ে

                তিন সপ্তাহ শয্যাশায়ী হয়ে পরছে ।

    সুশীলের পুরানো অভ্যাস মতো

             পুকুরে চান করতে গেল ।

    এতে পায়ের গাঁট ফুলে

            বিষম বাতের অসুখ ধরলো ।

    সুবলচন্দ্রও কখনও ভুলে গিয়ে

           বুড়োদের সঙ্গে তাস খেলতে চলে গেল ।

    বুড়োরা তাকে দেখে বিরক্ত হয়ে

                   বল খেলতে যেতে দিল ।

    তখন সুবলচন্দ্র একান্ত মনে প্রার্থনা করলো

              আমি যেন আগের মতো বুড়ো হয়ে পরি।

    আর নিজে স্বাধীন হয়ে

                         আগের মতো চলতে পারি ।

    সুশীলচন্দ্রও জোর হাত করে প্রার্থনা করলো

                    আমি আগের মতো ছোট হতে চাই ।

    তাহলে দিনরাত বাবাকে সামলাতে হবে না

                          আর আমি খেলা করে বেড়াই ।

    ইচ্ছাঠাকরুন তাদের কাতর মিনতি

                             শুনে দর্শন দিলেন তাদের ।

    বললেন, ʼছেলের বাবা হওয়ার আর বাবার ছেলে হবারʼ

                   ʼশখ মিটেছে তোমাদেরʼ ?

    দুজনেই সাষ্টাঙ্গে প্রণাম করে বললো, ʼদোহাই ঠাকরুনʼ

             ʼসাধ মিটেছে আমাদেরʼ ।

    ʼতথাস্তু, কাল সকালে পুরোনো রূপে ʼ

                  দেখতে পাবে তোমরা নিজেদেরʼ ।

    পরদিন সকালে সুবলচন্দ্রকে

                           বাবা রূপে দেখা গেল ।

    আর সুশীলচন্দ্র ছেলে হয়ে

                         এক লাফে বিছানা ছেড়ে পালেয়ে গেল ।

    ʼসুশীল ব্যাকরণ মুখস্হ করবে নাʼ?

            সুবলচন্দ্র  চেঁচিয়ে ডাকলো ।

     ʼবাবা আমার বই হারিয়ে গেছেʼ ।

             সুশীল মাথা চুলকিয়ে বললো ।

  • ইচ্ছাপূর্তি – তৃতীয় পর্ব
    Poetry

    ইচ্ছাপূর্তি – তৃতীয় পর্ব

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত )

    সুশীল গাছ থেকে পড়ে মাজায়

                  খুব ব্যথা হয়ে গেছে, পিঠেও ধরেছে টান ।

    দাওয়ায় মাদুরে বসে সে চাকরকে হুকুম করলো,

                     ʼবাজার থেকে একশো টাকার লজেন্চুস কিনে আনʼ।

    একশো টাকায় একরাশ লজেন্চুস পেয়ে

                                কয়েকটি দন্তহীন মুখে পুরলো ।

    বাকীগুলো ভাবলো ছেলেকে দেবার কথা

            কিন্তু এতে শরীর খারাপ হতে পারে, পরে মনে হলো ।

    সুবলচন্দ্র আগে ভাবছিল ছোটবেলা ফিরে পেলে

                   সে দিনরাত করবে পড়াশুনা ।

    কিন্তু নতুন ছেলেবেলা পেয়ে

               সে আর স্কুলমুখো হতে চায় না ।

    সুশীল রাগ করে এসে বলে,

                       ʼবাবা স্কুলে যাবে না ʼ ?

    সুবল মাথা চুলকিয়ে বলে,

                     ʼপেট কামড়াচ্ছে, স্কুলে যেতে পারব নাʼ।

    সুশীল চেঁচিয়ে বলে, ʼপারবে না বৈকিʼ,

          এমন অনেক পেট ব্যথা আমার হয়েছে , আমি সব জানি ।

    সুবল কাঁচুমাঁচু হয়ে তাকিয়ে থাকে,

            মনে মনে ভাবে এ কথাগুলো আমি মানি ।

    সুশীল এতরকম ভাবে স্কুল থেকে পালাত

             তা তার সব মনে মনে ভাবলো ।

    তাই বাবাকে রোজ স্কুলে পাঠাতে শুরু করলো

          আর স্কুল থেকে পালানোর রাস্তা সব বন্ধ করলো ।

    সুশীলের বড়ই কড়াকড়ি ছিল

                   খাওয়া দাওয়ার  ব্যাপারে ।

    কারন সে যখন ছোটো ছিল, তার প্রায়ই

          অম্বল হতো উল্টোপাল্টা খাবারে ।

    তাই সুশীল বাবাকে কম খেতে দিত

                          যেন  তার অম্বল না হয় ।

    কিন্তু ছোটবয়সি বাবার

              সেই খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় ।

    এতে ছোটবয়সি সুবলচন্দ্র রোগা হয়ে

                           তার হাড় জিবজিরে চেহাড়া হয়ে গেল ।

    সুশীল শক্ত অসুখ করেছে ভেবে

                      গাদাগাদা অসুধ খাওয়াতে শুরু করলো ।

  • ইচ্ছাপূর্তি – দ্বিতীয় পর্ব
    Poetry

    ইচ্ছাপূর্তি – দ্বিতীয় পর্ব

    Audio File:

    ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত )

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    ইচ্ছা ঠাকরুন দেবী ছেলেকে বললেন

               তোমার ইচ্ছা পূর্ণ হবে।

    কাল থেকে তুমি বাবা হয়ে

                বাবার সব কাজ করবে ।

    একই রকম ভাবে বাবাকে বললেন

               তোমার ইচ্ছা পূর্ণ হবে।

    কালকে থেকে তুমি

             ছেলের স্কুলে পড়তে যাবে ।

    সুবল বাবুর রাত্রে ঘুম হয় না

                    ভোরের দিকে একটু ঘুমোতে পারেন ।

    সেদিন কেমন করে ঘুমিয়ে পরলেন

                   ভোরবেলা ঘুম ভেঙ্গে লাফ দিয়ে নামলেন।

    তার চেহাড়া ছোটো হয়ে গেছে

          ভাঙ্গা দাঁতগুলো সব আবার বেরিয়েছে ।

    পোষাক আশাক সব কেমন

          অনেক বড় বড় হয়ে গেছে ।

    সুশীলচন্দ্র অন্যদিন ভোরবেলা উঠে

            দৌড়াত্ব করে বেড়ায় চারিদিকে ।

    আজ ভোরবেলায় চোখটা কেমন লেগে গেছে

            সুবলের চেঁচামেচিতে ঘুম ভাঙ্গে তাতে ।

    জামা কাপড়গুলো যেন এক্ষুনি সব ছিঁড়ে ফেটে যাবে

                এমনই এঁটে গেছে।

    শরীর কেমন বেড়ে গেছে, মাথায় টাক,

           মুখে কাঁচাপাকা গোঁফ দাড়ি হয়েছে ।

    সুশীলের আজ গাছে চড়তে

                   কোনও ইচ্ছাই করছে না ।

    সামনের পুকুরে ঝাপ দিতে বা

                   কাঁচা আম খেতেও মন চাইছে না ।

    সুশীলের মনে হলো, খেলাধুলো একদম

           ছেড়ে দিলে ঠিক হবে না ।

    সামনে আমড়া গাছে উঠে

             আমড়া পাড়লে মন্দ হয় না।

    গতকাল সে কাঠবিড়ালির মতো

         গাছে উঠে আমড়া খেল।

    কিন্তু নতুন বুড়ো গাছে উঠতে গিয়ে

         ধপাস করে নিচে পড়ে গেল ।