• ।। পেন ।।
    Poetry

    ।। পেন ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Pen

    একটা পেন পার্কের ঝোঁপের মধ্যে কুড়িয়ে পেলাম।

                     এটা সেই ছোটোবেলার কথা।

    মা বললো, ʼরেখে আয় যেখানে পেলি সেখানেʼ।

                 রাখলাম, কিন্‌তু রইলো মনে ব্যথা।

    তারপর কʼবছর পর এলো পেন

                       পেনে লেখার  ইচ্ছা উঠল জেগে।

    সেই কালি ভরা পেনে লিখলে

                                     আঙুলে কালি যেত লেগে।

    কালি ভরা পেনের পর এল ডট পেন।

                 সে গুলোতে রিফিল ভরা যেত।

    কালী কমলেই রিফিলের মুখের কালি

           সাদা ইউনিফর্মে পড়ে পকেট কালো হতো।

    সে সব এখন অতীত।

                     পেন ইন্ডাস্ট্রি অনেক এগিয়েছে।

    এখন খুব কম দামে

                      ভাল ভাল পেন পাওয়া যাচ্ছে।

    স্কুল, কলেজ, ইউনিভারসিটিতে

                       বিভিন্ন পেন ব্যবহার করেছি।

    কিন্‌তু সেই ঝোঁপের মধ্যে পাওয়া পেনের

                       ছবিটা কি আজও ভুলতে পেরেছি?

    আগে সোনালী খাপওলা পেন

                        শোভা পেত কোটের বুক পকেটে।

    মোবাইল ফোন বা রুমাল নিয়েছে

                                           সেই জায়গাটিতে।

    পঞ্চাশ বছর আগে মানুষের

                  একটি পেনেই কাটতো তার কর্মজীবন।

    এখন কত শত পেন সেবা করে তার

           তারা পায় না, মানুষের আগের মতো যতন।