• || মনের আঘাত ||
    Poetry

    || মনের আঘাত ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Moner Aaghat

    আঘাত করতে চাই না আমি

       কাউকে চাইনা করতে অসন্মান।

    কʼদিন মানুষ থাকে পৃথিবীতে

                           কʼদিন আছে তার প্রাণ।

    যত গুরুজন আছেন পৃথিবীতে

                             সবাইকে করি প্রণাম।

    পৃথিবীতে তাঁরা এসেছেন আগে

                              দিতে হবে তার দাম।

    জীবনের পথে চলতে গিয়ে

                                ভুল হয়ে যায় মানুষের।

    সেই ভুলে কারো আঘাত লাগলে

                               সত্যিই হয় তা দুঃখের।

    এমন দুঃখ দিয়েছি যাদের

                              ক্ষমা চেয়ে নিই আজকে।

    ছোটো, বড় যেই হোক সে

                              দুঃখ পেয়েছে প্রাণেতে।

    পুরোনো বেদনা ভুলে গিয়ে সব

                              মাতি সবাই আনন্দেতে।

    যে কʼদিন বাঁচি, একসাথে চলি

                           পারস্পরিক শুভেচ্ছাতে।

    আনন্দ আর শুভেচ্ছাতে

                          বাড়বে জীবন অনেকখানি।

    চকচকে হোক, সুন্দর হোক

                            যাত্রাপথের রাস্তাখানি।