• || সাদা জবা ||
    Poetry

    || সাদা জবা ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Sada Joba

    কদর বেশী লাল জবারই

          মায়ের পায়ে দেবে বলে।

    আমার ঠাঁই যে দেবাদি দেব,

          আর মাধবেরই চরণতলে।

    রাধারানী, সরস্বতী মাও

                চান য়ে আমায়,

    তাই আমার কদর

               কম কি হয়?

    কোন গাছটা লাগাবে তুমি

                    বাড়ীতে ফুল পেতে হলে?

    আমার গাছে ফুল পাবে গো

                     রোজ সকাল হʼলে।

    দুটো গাছই চাই আমাদের

                    দুটোই লাগবে পুজোতে।

    আমি কিন্‌তু রাখবো দুজনকে

                      পাশাপাশি টবেতে।