• || ভক্ত – দ্বিতীয় অংশ ||
    Poetry

    || ভক্ত – দ্বিতীয় অংশ ||

    Bhakta Part Two Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita একটু পরে নিজেকে সামলে জমিদারবাবু বললেন,              ʼতুমি আজকে থেকেই এখানে আসতে পারʼ। ʼআমার অন্দরমহলে একটা কাজ আছেʼ                   ʼসেটা তুমি চাইলে করতে পারʼ। ʼকাজটা একটু ঝামেলারʼ                 ʼআমার ফাই-ফরমাস খাটতে হবেʼ। ʼতোমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হবেʼ,              ʼআর  মাসে তিন হাজার টাকা মাইনে পাবেʼ। ভক্ত তো এক কথায় রাজী         বললো, ʼআমি কৃপাকে বলে আসছিʼ। ʼএকটু পরেই আমি গোপালজীকে ʼ          ʼসঙ্গে নিয়ে এখানে চলে আসছিʼ। একটু পরেই ভক্ত জমিদার বাড়ীতে                 এসে হাজির হলো। একটা বিরাট ঘরে                  তার থাকার ব্যবস্থা হলো। এত বড় ঘর সে দেখেনি আগে        মনে মনে গোপালজীকে বারবার ধন্যবাদ…

  • || ভক্ত – প্রথম অংশ ||
    Poetry

    || ভক্ত – প্রথম অংশ ||

    Bhakta – Part One Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita গোপালজীকে নিয়ে যাচ্ছে ভক্ত            এক্কেবারে একা যাচ্ছে সে। একটা মানুষই ভক্তের সঙ্গে ছিল এতদিন            একটু আগেই ইহলোক ছেড়েছে সে। মানুষটি আর কেউ নয়            সে ভক্তের ঠাকুমা। ছোটবেলা থেকে সেই            ভক্তের বাবা ও মা। সেই ছোট্ট ছেলে ভক্তকে             ঠাকুমাই মানুষ করেছে। তাই ঠাকুমা মারা যাবার পর         ভক্ত পৃথিবীতে এক্কেবারে একা হয়ে পরেছে। ছোটোবেলা থেকেই সে হাত জোর করে        বসে থাকতো গোপালজীর কাছে। তার ভক্তি দেখে ঠাকুমাই             ওর নাম ভক্ত রেখেছে। বিকেলবেলা ভক্ত ঠাকুমাকে দাহ করে   চোখে জল আর গোপাজীকে নিয়ে চলেছে। কোথায় যাবে তা সে জানে না  …