• ||করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ||
    Poetry,  Poetry on hot topics

    ||করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Accident of Coromandel Express

    এটি একটি সত্যি ঘটনা

    গত তিন জুনে এই এক্সিডেন্টে মারা গেছেন

              প্রায় তিনশো জন।

    আহত হয়েছেন

              প্রায় নʼশো জন।

    বালেশ্বরের কাছে

                  বাহানাগা বাজার স্টেশনে

    গাড়ীটি না দাঁড়িয়ে

                   দ্রুতবেগে চলে যাওয়ার কথা।

    ট্রেনটি ঘন্টায় একশো ছাব্বিশ কিলোমিটার

                                           বেগে দৌড়চ্ছিল।

    ট্রেনটির সিগনাল প্রথমে

                                    মেন লাইনে ছিল।

    পরে সেটি পালটে

                         লুপ লাইন করা হয়।

    সেখানে কিছু আগে

                         একটি মালগাড়ীকে পাঠানো হয়।

    মালগাড়ীর সঙ্গে ধাক্কায়, করমন্ডলের কামরার ওজন

              ও গাড়ীর গতিবেগ মিলিয়ে এত বেশী ভরবেগ হয়,

    যে ইন্জিন সহ কুড়িটি কামরা

                        দেশলাই-এর বাক্সের মতো ডিগবাজী খায়,

    এবং পাশের লাইনে ডাউন যশবন্তপুর এক্সপ্রেসের

                                                  ওপরে আছড়ে পড়ে।

    দুটি ট্রেনের বহু মানুষ

                                     সঙ্গে সঙ্গে মারা যান।

    লাইনের পয়েন্টের বিভ্রাটে লুপ লাইনে

                   ঢোকাটাই এক্সিডেন্টের প্রধান কারন।

    কিছু আগে মালগাড়ীটি ঢোকে লুপ লাইনে

                     তারপর রেলের ট্র্যাকের পয়েন্টিকে

     মেন লাইনে চেঞ্জ না করার জন্যই

                                          এক্সিডেন্টি ঘটে। 

    উনিশশো সাতাত্তরের পরে করমন্ডল এক্সপ্রেসে

                            এই প্রথম এতবড় দুর্ঘটনা হয়েছে।

    নিহত মানুষের পরিবার  যেমন শেষ হয়েছে

                              আহতরা এখনও তেমন  ট্রমায় রয়েছে।।