• রাজা ও রানীর গল্প – তৃতীয় পর্ব
    Poetry

    রাজা ও রানীর গল্প – তৃতীয় পর্ব

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    ফোর্থ ইয়ারের মাঝে

                             ক্যম্পাস ইন্টারভিউ হয় ।

    দুজনেই ইনফোসিসে

                                সিলেক্টেড হয় ।

    তারপরে ফাইনাল ইয়ারের

                                      পরীক্ষাটা আসে ।

    দুজনেই ফার্স্ট ক্লাস পায়

                                    পরীক্ষার শেষে ।

    পরীক্ষা শেষে

                     রাজা জয়েনিং ব্যাঙ্গালোর অফিসে ।

    আর রানীর অ্যপয়েন্টমেন্ট লেটারে

                         জয়েনিং আছে মুম্বাইতে ।

    এরপর যে  যার বাড়ীতে ফিরে যায়

                           তাদের বাবা-মাকে চাকরির খবর দিতে ।

    দুজনেই তখন উন্মনা

                            একে অপরের খবর নিতে ।

    যাবার আগে তাদের  চোখের ইশারায়

                                      মনের কথা বলা হয়ে যায় ।

    মনে কষ্ট চেপে দুঝনেই

                            নিজের নিজের বাড়ীতে চলে যায় ।

    ছেলে মেয়েকে দেখে

                                দুই বাড়ীতে খুশির ধুম পরে যায় ।

    তারপর চাকরির খবর শুনে

                                    তা আবার আরও দ্বিগুন হয় ।

    তখন দুজনেই একে অপরের খবর নিতে

                                          সবসময় উন্মখ হয়ে পরে ।

    আনমনা ছেলেমেয়েদের দেখে

                                        বাড়ীতে বড়রা অনেক প্রশ্ন করে ।

    এক সপ্তাহ পরে

                          দুজনেই পৌঁছে যায় যে যার অফিসে ।

    দুজনেরই চিন্তা একে অপরকে নিয়ে

                            পরস্পরের সুখের রাস্তা দেখাতে।