• বিশ্বকর্মা পুজো
    Poetry

    বিশ্বকর্মা পুজো

    Audio File

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    সতেরোই সেপ্টেমম্বর আজ

                              বিশ্বকর্মাদেবের জন্মদিন।

    ব্রহ্মদেবের পুত্র তিনি

                          সবাই মাতে তাঁর পুজোয় এদিন।

    ছেলে, বুড়ো সবাই ওরায়

                           নানান রঙের ঘুড়ি।

    আকাশে তাদের ছুটোচুটি

                          চলে কাটার মারামরি।

    দাদু কাটে নাতির ঘুড়ি

                           কাটতে পেরে হাসি।

    ছোট্ট নাতির চোখে জল দেখে

                           দাদু হয় অপরাধী।

    কলকারখানা বন্ধ যে আজ

                          সবাই করছে বিশ্বকর্মা পুজো।

    পুজোর পরে সবাই ব্যস্ত

                      বিভিন্ন মজা আর চলছে পেট পুজো।

    বিশ্বকর্মাদেবকে সবাই পছন্দ করে

                   তাই দেব-মানুষ সবাই মাতে এ দিন।

    তাঁর অতুলনীয় শিল্পকর্মে সবাই মুগ্ধ

                     পালন করে তাঁর জন্মদিন।

    শ্রীকৃষ্ণের নিরাপত্তার কারনে নতুন রাজধানী

                   তৈরী করেন দ্বারকায় যার চরিদিকে জল।

    মহাভারতে বিতারিত পান্ডবদের জন্য

                  জঙ্গল কেটে সৃষ্টি করেন ইন্দ্রপ্রস্থে রাজমঙল।

    পুরীর জগন্নাথদেবের মুর্তি

                               তাঁরই শিল্প কর্ম।

    কুবেরের ধন সুরক্ষায় বাড়ীটি

                               ওনারই নির্মাণ কর্ম।

    সব কারিগরি বিদ্যায় লাগে

                        বিশ্বকর্মার দয়ার হাত।

    তাই যন্ত্রের দেব বিশ্বকর্মার পুজোতে

                         সবাই পায় তার আশীর্বাদ।