-
|| সবুজ লেখা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Sabuj Lekha সবুজ লেখা, সবুজ লেখা, সবুজ লেখা কার? সবুজ গাতার হাসির ফলে কান্না ঝরে যার। লাল, নীল আর সবুজ রঙে পৃথিবী মাতোয়ারা। কাকে ধরি আর কাকে ছাড়ি এ যে রঙের ফোয়ারা। খুশির সময় খলখলিয়ে হাসির ফুল ফোটে। সবাই জোটে একই খুশির একই আনন্দেতে। হাসির তোড়ে সবাই দেখে আলোর বন্যা বয়। লাল, গোলাপি, সাদা ফুলের সুঘ্রাণও যে রয়। মনখারাপির দিনে আবার কান্নাকাটির শুরু। একের দেখে অন্যদেরও মেঘের গুরুগুরু। মেঘ জমে যে শুরু হয় অঝোরধারে বৃষ্টি। চোখের জলে থমতমে হয় এ কি অনাসৃষ্টি। ছুটোছুটি মাতামাতি শুরু যখন খেলা। এক্কা-দোক্কা, পুতুল…
-
|| হাসতে ভুলে গেছেন ? ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Haste Bhule Gachen আমি তো হাসতে ভুলে গেছি কত দিন কে জানে? কেন হাসবো এ কথার উত্তর কি আছে মনে? হাসির কথা হলে হাসি পেতে পারে। কিন্তু কে বলবে হাসির কথা যাতে হাসির উদ্রেগ হতে পারে? ছোটোবেলায় কথায় কথায় মুখে আসতো হাসি। তখন চোখে থাকতো অপার জিজ্ঞাসা আর মনে থাকতো হাসি। সবার মতো আপনি, আমি, আমরা সবাই হাসতে ভালবাসি। তাও আমরা সুকুমার রায়ের ʼরাম গড়ুড়ের ছানাʼর মতো আছি। লাফিং ক্লাবের লোকেদের অনেকের অনেক দুঃখ থাকতে পারে। তবু তারা একটা সময়ে সবাই মিলে এসে হাসা প্রাকটিস করে। মনটা ভারী…
-
|| বরফ গলা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Melting of ice বরফ গলে নদীর স্রোতে ঢেউ হয়ে যায় অনেক বেশী। মনের বরফ গললে দেখ হাসি, হাসি আর হাসি। কান্নার এই বহিঃপ্রকাশ কষ্ট গুলো যাচ্ছে ধুয়ে। ধুলো ময়লা কত কি স্রোতে মিশছে ওই বরফ ক্ষয়ে ক্ষয়ে। এখন দেখ স্বচ্ছ জল বইছে মনের আবেগে। ঝলমলে ঐ মনের আকাশ নতুন করে স্ব্প্ন জাগে। এত সুন্দর, এত নির্মল এত আলো তো দেখিনি। আজ দিনটা খুবই ভাল আগে কেন আসেনি? ভাগ কোরো না, সবটাই নাও সব খুশিটাই তোমার জন্য। মনের এই সুখানুভূতি সত্যিই যে অনন্য। রোদ ঝলমলে আকাশে দেখ বইছে বাতাস মৃদুমন্দ। ফুলগুলো…