• || মেয়েদের সন্মান করা ||
    Poetry

    || মেয়েদের সন্মান করা ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Meyeder Sanman Kora

    বিভিন্ন ঘটনা ঘটে এথানে সেখানে

           যেখানে হয় মেয়েদের অসন্মান।

    সেইসব মেয়েরা কারও বোন,

           কারো বা মা আবার কারোর স্ত্রীর স্থান।

    মায়ের পুজো করি আমরা,

         মা দূর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতীর।

    তাই কোনও মায়ের হেনস্থা হয় যখন

            মনের ক্ষত হয় গভীর।

    ভিখিরি মাকে দূরে ফেলে দিয়ে

           দূর্গা মাকে বসাই সিংহাসনে।

    মা দূর্গা চান কি এটা,

           এ ভাবনা হবে সবার মনে।