-
দূর্গা পুজো হয়ে গেল?
Audio File Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
নবরাত্রীতে মায়ের পুজো
মা শৈলপুত্রীকে পুজো দিয়ে।
দ্বিতীয়াতে মায়ের পুজো
মা ব্রহ্মচারিণীকে সঙ্গে নিয়ে।
এরপরে মা চন্দ্রঘন্টা
তারপর দিন মা কুষ্মান্ডমাতার পুজো হলো।
তারপরে মা স্কন্দমাতা
তারও পরের দিন মা কাত্যায়নির পুজোয় কাটলো।
সপ্তমীর দিন আমরা মাতি
মা কালরাত্রীর পুজোর সঙ্গে।
মা মহাগৌরীর পুজো হলো
অষ্টমীর দিন মহা আনন্দে।
মা সিদ্ধিদাত্রীর পুজো নবমীতে
অষ্টসিদ্ধির আশা নিয়ে।
নবমীর এই রাত পেরোলেই
মা যাবেন কৈলাশের পথ দিয়ে।
তাই মন খারাপ সকলের
এবারের মতো দূর্গাপুজো শেষ।
এইতো সেদিন শুরু হোলো
এরমধ্যেই সব হয়ে গেল নিঃশেষ।
মাগো তুমি আবার এসো
পরের বছর ঠিক সময়ে।
আমরা সবাই বুক বাঁধি আজ
মনের এই আশা সঙ্গে নিয়ে।
-
দূর্গা পুজো হয়ে গেল?
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
নবরাত্রীতে মায়ের পুজো
মা শৈলপুত্রীকে পুজো দিয়ে।
দ্বিতীয়াতে মায়ের পুজো
মা ব্রহ্মচারিণীকে সঙ্গে নিয়ে।
এরপরে মা চন্দ্রঘন্টা
তারপর দিন মা কুষ্মান্ডমাতার পুজো হলো।
তারপরে মা স্কন্দমাতা
তারও পরের দিন মা কাত্যায়নির পুজোয় কাটলো।
সপ্তমীর দিন আমরা মাতি
মা কালরাত্রীর পুজোর সঙ্গে।
মা মহাগৌরীর পুজো হলো
অষ্টমীর দিন মহা আনন্দে।
মা সিদ্ধিদাত্রীর পুজো নবমীতে
অষ্টসিদ্ধির আশা নিয়ে।
নবমীর এই রাত পেরোলেই
মা যাবেন কৈলাশের পথ দিয়ে।
তাই মন খারাপ সকলের
এবারের মতো দূর্গাপুজো শেষ।
এইতো সেদিন শুরু হোলো
এরমধ্যেই সব হয়ে গেল নিঃশেষ।
মাগো তুমি আবার এসো
পরের বছর ঠিক সময়ে।
আমরা সবাই বুক বাঁধি আজ
মনের এই আশা সঙ্গে নিয়ে।
-
মা চন্দ্রঘণ্টা
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
মা চন্দ্রঘণ্টা মহাসরস্বতীর অবতার
আবাস পর্বত, মণিপুর চক্র
গ্রহ চন্দ্র
অস্ত্র ত্রিশূল, পদ্ম, গদা, কমণ্ডলু, খড়্গ, ধনুক, তীর, অক্ষমালা, অভয়মুদ্রা, বরমুদ্রা
বাহন সিংহ
সঙ্গী চন্দ্রচূড়/চন্দ্রশেখর (শিব)
দেবী চন্দ্রঘণ্টা দেবীমহাসরস্বতীর নবদুর্গা অবতারের তৃতীয় মূর্তি বলে বর্ণিত। দেবী চন্দ্রঘণ্টার পূজা নবরাত্রিক ব্রতের তৃতীয় দিনে শুক্লতৃতীয়াকল্পে সম্পন্ন হয়। মণিপুর চক্রে অবস্থিতা,কোটিসূর্যসঙ্কাশা দশভুজা ত্রিনেত্রা এই দেবী সাধকের সকল দুর্গতি,বিঘ্ন নাশ করেন। তিনি হিমালয়দুহিতা ও শিবের পত্নী।
প্রচলিত লোককাহিনী অনুসারে শিব-পার্বতীর বিবাহের দিনে অনুষ্ঠান পণ্ড করার মানসে তারকাসুর দৈত্যবাহিনী প্রেরণ করলে বিবাহকার্য নির্বিঘ্নে সম্পন্ন করতে দেবী পার্বতী ত্রিনেত্রা দশভুজা সিংহবাহিনী রূপে আবির্ভূতা হন ও চন্দ্রসম বিশাল ও শুভ্র ঘণ্টা বাজিয়ে সকল দৈত্য বিতাড়ন করেন। আরেক মতে শিব বিবাহকালে বিকট রূপ পরিগ্রহ করে ভূতপ্রেতাদি অনুচর সহ বিবাহসভায় উপস্থিত হলে তাঁদের দেখে মেনকা মূর্ছিতা হন। দেবী পার্বতী শিবের এই রূপের বিপ্রতীপে চন্দ্রঘণ্টা রূপ ধারণ করেন। দেবীর এই যোদ্ধৃরূপ দেখে শিব চণ্ড রূপ সংবরণ করেন ও বিবাহের জন্যে অপূর্ব মনোহর চন্দ্রচূড় বা চন্দ্রশেখর রূপ পরিগ্রহ করেন।
-
Chandraghanta
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Chandraghanta, with moon-shaped bell-like grace,
On Navaratri’s third day, her radiant face,
Ready for battle against darkness and despair,
With her third eye open, she stands with care.
Known as Chandrakhanda, brave and true,
Chandrika, she’s hailed for all that she’ll do,
Her grace, her courage, rewards she bestows,
Sins, distress, and troubles away she throws.
In Shiva’s form, she finds her sacred place,
Ardhanarishvara, a divine embrace,
For Parvati, marriage marked a new dawn,
Her wedding attire, a new life reborn.
Within Shiva’s cave, her love did bloom,
She swept away the cobwebs, dispelling gloom,
But a demon, Tarkasura, cast his evil eye,
On Shiva’s family, aiming for the sky.
Jatukasura, a bat-demon of dark intent,
Attacked Kailasa, Parvati’s heart rent,
Shiv Gana pleaded for their salvation,
Parvati, empowered, took up the confrontation.
She sought the moon’s soothing, radiant glow,
To light the battlefield, where battles would flow,
The wolves, her allies, in the dimly lit night,
Fought the evil bats, seeking the light.
With ghanta in hand and a sword so keen,
Chandraghanta fought, a fearsome scene,
Moon on her head, a wolf by her side,
In this epic battle, her courage couldn’t hide.
A goddess of valor, in darkness she’d dwell,
Conquering her fear, she fought and repelled,
Her strength, her power, in the darkest hour,
Chandraghanta’s radiance, a timeless, divine shower.
In her story, we find a message so clear,
No woman is helpless, no woman to fear,
With or without a man, courage they possess,
Chandraghanta’s story, our hearts must confess.











