-
মা দূর্গার সন্ধীপূজো
Audio File:
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
মা দূর্গার ‘সন্ধীপুজো’ কথাটি
অসুরের সঙ্গে সন্ধী করার সম্পর্কিত নয়।
মা অসুরের সঙ্গে ন’দিন যুদ্ধ করে
তাকে পরাস্ত করেই যুদ্ধ শেষ হয়।
আসলে এ নামটি এসেছে
দুটি তিথির সংযোগ সময়ে।
মহাষ্টমীর শেষ চব্বিশ মিনিট
আর মহানবমীর প্রথম চব্বিশ মিনিট নিয়ে।
এই আটচল্লিশ মিনিট
মায়ের সন্ধীপুজোর ক্ষণ।
বিশেষ এই সময়ে
মায়ের হাতে অসুর বধ হন।
এই সল্প সময়ে পুরোহিত মশাইকে
ষোড়শোপচারে পুজো করতে হয়।
এছাড়া মায়ের বলিদান ও
একশো আটটি দীপমালায় আরতি হয়।
এই ষোড়শ উপাচারে পুজোতে
মাকে প্রথমে আহ্বান করা হয়।
পা ধোয়ার জল,
হাত মুখ ধোওয়ার জল দেওয়া হয়।
ঘরেতে আসন দেওয়া হয়
মাকে বসতে।
মায়ের স্নানের পরে
বসন ও আভরণ দেওয়া হয় মাকে।
এই প্রচারে মধু, সুগন্ধি
ধূপ, দীপ ও চন্দন লাগে।
এছাড়া বিভিন্ন নৈবেদ্য
উৎসর্গ করা হয় মাকে।
সন্ধীপুজোতে চামুন্ডা রূপে
আহ্বান করা হয় মাকে।
মায়ের এই নামটি এসেছে
মায়ের চন্ড ও মুন্ডকে বধ করা থেকে।
দেবী দূর্গা তাঁর তৃতীয় নয়ন থেকে
মা কালী ব চন্ডিকাকে সৃষ্টি করেন।
সেই মা চন্ডিকাই
অসুরকে দলন করেন।
মা প্রথম বধ করে ছিলেন
চন্ড ও মুন্ডকে।
তারপরে মা বধ করেন
শুম্ভ ও নিশুম্ভকে।
পুরানের অন্য মতে, দেবী
বধ করেন মহিশাষুরকে।
অকাল বোধনে দেবীর কৃপায়
রামচন্দ্র বধ করেন রাবণকে।
ষোড়শ পূজার শেষে
মায়ের বলিদান হয়।
বলিদানে নিজের সম্পদ বা পোষ্যকে
মাকে অর্পণ করা হয়।
এরপর মায়ের আরতি হয়
একশো আটটি দীপে ও কর্পুর দীপে।
জলশঙ্খ, পদ্মফুল, কাপড়
ও চামড় লাগে আরতিতে।
পূজা শেষে ভক্তরা
মাকে পুস্পা্জলী দেয়।
প্রর্থনা করে, শক্তি, শান্তি
দীর্ঘায়ু ও দেহের আরোগ্য কামনায়।
-
দূর্গাপুজো
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
আশ্বিন মাসে দেবীপক্ষ আসে
মহালয়ার পরদিন থেকে।
ভারতবর্ষের মানুষের মন
আনন্দেতে নাচতে থাকে।
বৎসরান্তে দূর্গামা সপরিবারে
আসেন এই মর্ত্যধামে।
বহু মানুষের রোজগার হয়
পুজোয় বিভিন্ন কাজের মাধ্যমে।
মায়ের সাথে আসেন
মেয়েরা মা লক্ষ্মী আর মা সরস্বতী।
সঙ্গে দেব সেনাপতি কার্তিক
আর সিদ্ধিদাতা গনপতি।
সব দেব দেবীর সঙ্গে
আসে তাদের বাহনেরা।
সিংহ, পেঁচা, হাঁসের সঙ্গে
আসে ইঁদুর আর ময়ুরেরা।
মায়ের আশীর্বাদে মহিষাসুরও আসে
সঙ্গে নিয়ে মহিষটিকে।
সবাই যে পুজো নেয়
মর্তবাসীর কাছ থেকে।
মা দূর্গার পুজো শুরু হয়
দেবীপক্ষের মহাষষ্টিতে।
এদিন পুজোর কন্পারম্ভ হয়
বোধনের কার্ষটিতে।
মায়ের নবপত্রিকাকে স্নান করিয়ে
প্রতিষ্ঠা হয় নবপত্রিকা মহাসপ্তমীতে।
তারপরে দেবীর ঘট স্থাপন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা,
দেবীর চক্ষুদান হয় একে একে।
মহাসপ্তমীর পরেরদিন
শুরু হয় মায়ের পুজো মহাষ্টমীতে।
মায়ের কাছে ভক্তদের ভীড়
লেগে যায় মাকে অন্জলী দিতে।
মহাষ্টমী ও মহানবমীর সংযোগ সময়ে যে
বিশেষ পুজোটি হয় সেটি সন্ধিপুজোর ক্ষন।
পুরানের কাহিনি মতে এই সময়টিতেই
মহিষাসুর মা দূর্গার হাতে বধ হন।
মহাষ্টমীর পরদিন মায়ের
মহানবমী পুজো শুরু হয় ।
এদিন রাত্রে মায়ের যাবার কথা ভেবে
ভক্তদের মন খারাপ আরম্ভ হয়।
রাত পোহালেই মায়র
বিদায়ের ঘন্টা বেজে যাবে।
এ চিন্তায় ভক্তরা মনমরা,
কাতর হয়ে থাকে।
মহানবমীর পরেরদিন মায়ের
মহাদশমী পুজো শুরু হয়।
মাকে দধিকর্মা খাইয়ে
মাকে বিসর্জন দেওয়া হয়।
ছলছল চোখে সবাই পরের বছর
মাকে তাড়াতাড়ি আসতে বলে।
সন্ধ্যেবেলায় শোভাযাত্রা করে
মায়ের প্রতিমা নিরন্জন হয় জলে।
কলকাতার দূর্গাপুজো ওয়ার্ল্ড হেরিটেজের তখমায়
কলকাতাকে অলংকৃত করেছে।
বিশ্বের বিভিন্ন মানুষ তাই
ছুটে আসে এই উৎসবে সামিল হতে।
-
Maa Durga’s Eternal Grace
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
In the land of vivid hues and sacred chants,
Where devotion ignites, every heart enchants,
Maa Durga, divine, in idols so grand,
Immersed in waters, a symbol easy to understand.
Amidst the flow of river’s embrace,
She departs with grace, a sacred solace,
Yet in our hearts, she continues to reside,
Guiding us along, as life’s currents collide.
Maa Durga’s love, an eternal stream,
In every soul, a radiant dream,
Her strength and wisdom forever abide,
In the daily battles, by our side.
With ten mighty arms, she vanquishes strife,
A symbol of power, love, and life,
Yet in the human spirit, her power stays,
Guiding us through life’s complex maze.
She’s the protector, the mother, the friend,
Her love knows no bounds, it has no end,
Though idols may sink in the river’s embrace,
Maa Durga’s presence, no time can efface.
Through the seasons of life, in joy and despair,
Maa Durga’s benevolence, she’s always there,
In every prayer and every hopeful plea,
Her eternal grace, for all to see.
So as the idols sail away in the stream,
Remember, in your heart, she’ll forever gleam,
Maa Durga’s love, a timeless space,
An enduring bond, her eternal grace.
In the whispers of wind and the warmth of the sun,
In every new day, when life has begun,
Maa Durga’s blessings, a constant embrace,
Guiding us onward, in love and in grace.
As we face challenges, both big and small,
Her strength empowers, she answers the call,
With each act of kindness, each noble deed,
Maa Durga’s presence, in every need.
So let us remember, in our daily strive,
Maa Durga’s teachings, how she does guide,
In unity, love, and compassion we’ll find,
Her eternal grace, a beacon in our mind.
Though the idols may rest beneath river’s flow,
Her spirit within us will continue to grow,
Maa Durga’s love, in our hearts, takes its place,
A boundless source of strength and endless grace.
-
দূর্গা পুজো হয়ে গেল?
Audio File Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
নবরাত্রীতে মায়ের পুজো
মা শৈলপুত্রীকে পুজো দিয়ে।
দ্বিতীয়াতে মায়ের পুজো
মা ব্রহ্মচারিণীকে সঙ্গে নিয়ে।
এরপরে মা চন্দ্রঘন্টা
তারপর দিন মা কুষ্মান্ডমাতার পুজো হলো।
তারপরে মা স্কন্দমাতা
তারও পরের দিন মা কাত্যায়নির পুজোয় কাটলো।
সপ্তমীর দিন আমরা মাতি
মা কালরাত্রীর পুজোর সঙ্গে।
মা মহাগৌরীর পুজো হলো
অষ্টমীর দিন মহা আনন্দে।
মা সিদ্ধিদাত্রীর পুজো নবমীতে
অষ্টসিদ্ধির আশা নিয়ে।
নবমীর এই রাত পেরোলেই
মা যাবেন কৈলাশের পথ দিয়ে।
তাই মন খারাপ সকলের
এবারের মতো দূর্গাপুজো শেষ।
এইতো সেদিন শুরু হোলো
এরমধ্যেই সব হয়ে গেল নিঃশেষ।
মাগো তুমি আবার এসো
পরের বছর ঠিক সময়ে।
আমরা সবাই বুক বাঁধি আজ
মনের এই আশা সঙ্গে নিয়ে।