• রবীন্দ্রনাথের অঙ্ক শেখা
    Poetry

    রবীন্দ্রনাথের অঙ্ক শেখা

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের

                       বয়েস তখন ষাট পেরিয়েছে ।

    অঙ্ক শেখার আগ্রহ তাঁর

                      আদ্দেক বয়েসের এক যুবকের কাছে ।

    চুপিচুপি কবি অঙ্ক শিখছেন

                           শেখাচ্ছেন ছাপোষা এক অঙ্ক শিক্ষক মন দিয়ে ।

    গণিতশাস্ত্র গুলে খাওয়া মানুষটি

                            কবির আগ্রহ দেখে, শেখাতে ব্যস্ত তাঁকে নিয়ে ।

    কবির ইচ্ছা ছিল

                   ডুব দিতে অঙ্কের মহাসাগরে ।

    পরে তিনি বোঝেন, জটিল এই অন্তর্জাল

                            তার পছন্দের বাইরে ।

    কবির কথায়, সায়েন্স না পড়ার জন্য

                                   তাঁর গভীর দুঃখ ছিল ।

    বিশেষতঃ অঙ্কের ওপর

                               কবির প্রবল অনুরাগ ছিল।

    পড়াশুনা শেষ করতে

                        সেই যুবক পরে যান বিলেতে ।

    তারপরে আসেন শান্তিনিকেতনে

                        ম্যাথ টিচারের চাকরিতে।

    এ জন্য যুবকের মামা বিখ্যাত চিকিৎসক

                      ডঃ নীলরতন সরকার সুপারিশ করেন কবিকে ।

    ডক্টর সরকারের ইচ্ছামতো

                      যুবক শান্তিনিকেতনে আসেন অঙ্ক শেখাতে ।

    সেই সময়ে জালিয়ানওয়ালাবাগের গনহত্যা

                       কবির মনে সৃস্টি হয় গভীর ক্ষত ।

    তাই কবি তাঁর লেখা ছেড়ে

                         হয়ে পরেন এক পাগলের মতো ।

    প্রতিবাদী কবি ইংরেজের নাইট উপাধি

                              পরিত্যাগ করেন ইংরেজদের ওই কাজে ।

    তখন তিনি পাঁচ মিনিটও বসে

                        মনোসংযোগ করতে পারেন না তাঁর লেখনিতে ।

    অঙ্ক স্যার এগিয়ে এসে কবিকে বলেন

                        আপনি বলুন, আমি সব লিখব ।

    এভাবে কাজ করে

                লিপিকা কাব্যগ্রন্হটি হয় প্রকাশিত ।

    মুদ্রিত লিপিকা দেখে কবি বলেন

                অঙ্ক স্যার যতটা বিজ্ঞান সাধক, ততটাই উনি সাহিত্যিক ।

    সেই অঙ্ক স্যারটি আর কেউ নন, শ্রী প্রশান্তচন্দ্র মহলনাবিশ

               ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও বৈজ্ঞানিক ।