• || মন  ||
    Poetry

    || মন  ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Mind

    সবসময় ভালো কাজে

                 মন সাড়া দেয় না।

    নানান ওজর আসে চলে

                  নানান রকম বায়না।

    মর্নিং ওয়াকে যাব কি করে

                     ভাল ঘুম না হলে?

    কিম্বা জুতো ভিজে, অন্যটা টাইট

                পায়ে ব্যাথা হবে এর ফলে।

    সিঙ্গারা আজ কিনেই ফেলি

                 একদিন খেলে হবে কি?

    ডাক্তারের নিষেধ জানি

                 মনটা আসলে মানবে কি?

    মেয়ে আসছে না আজ

               ফ্লাইটের টিকিট পায়নি।

    কি করবো এই সিনেমার টিকিট নিয়ে

           ওকে ছাড়া তো যেতে চাইনি।

    আর্সেনেল-ম্যানচেস্টার

                খেলা দেখবো আজ।

    তাড়াতাড়ি শোয়া দরকার ছিল

                 আগে করেছি কাজ।

    পরীক্ষা আছে কালকে

                রিভাইস করা মাস্ট।

    সময় কোথায় যে বই খুলি

               টিভিতে হচ্ছে টেলিকাস্ট।

    বিয়ে বাড়ীর নেমন্তন্নে

                 স্যুটটাই কি পড়তে হবে?

    পাজ্ঞাবী-পাজামা পড়তে মন চায়

                 কি করি এবার বলুন তবে?

    বিয়ে বাড়ীর কাজের শেষে

              আমি খুব টায়ার্ড।

    বন্ধুর বাসরে গান গাইতেই হবে

               যতই হোক এবসার্ড।

    অনেক সময় আমরা করি

             বুদ্ধি বলে যা করতে।

    মনের ইচ্ছা অন্যরকম

             থাকে সেটা মনেতে।

    তাই মনটা বাঁধ ডিসিপ্লিনে,

          তার বাউন্ডারীটা বেঁধে দাও।

    নইলে পরে কষ্ট হবে

          যদি মনের কথা শুনে যাও।