• || আলো ||
    Poetry

    || আলো ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Alo

    এত অন্ধকার কেন?

    মানুষে মানুষে এত হানাহানি,

    এত বিদ্রুপ, এত কানাকানি?

    সিংহাসনের দিকে ল্যলুপ দৃষ্টি,

    এরাই কি বিধাতার সৃষ্টি?

    সূর্য্যের তো এত আলো…

    পৃথিবীতে সেটা কোথায় গেল?

    তবুও এত অন্ধকার কেন?

    মানুষ নিজের হাত, নিজেই দেখতে পাচ্ছে না.

    এ পৃথিবী নিঃচিহ্ন হবে যেন।

    কবে আসবে সেই আলোর দিশারী?

    কবে পৌঁছুবে সেই আলো?

    প্রতিটা প্রাণে তাঁর পদধ্বনি অনুরণিত হবে.

    ঘুচবে পৃথিবীর যত কালো।

    পৃথিবী উদ্ভাসিত হবে সেই আলোতে,

    মানুষের নতুন প্রাণ জন্ম নেবে।

    সবুজের সুঘ্রাণে চারিদিক ম ম করবে,

    মানুষ বাঁচবে।