• ||আমের রাজ্যে ||
    Poetry

    ||আমের রাজ্যে ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Amer Rajje

    মহারাস্ট্রে আছে আলফানসো,

                 পাইরি ও রত্নগিরি।

    গুজরাটে কেশর, গোয়াতে মানকুরাগ,

     কর্ণাটকে বাদামী, নিলাম, রসপুরী ও তোতাপুরী।

    ইউ গি তে চৌসা, হাসনেআরা,

                  শ্রেষ্ঠ ও দশেরী।

    বিহারের জাবদলু আর আসামের সিন্দুরী,

               মতিমিঠা, টেঙ্গা ও কেতুরী।

    তামিলনাড়ুর আম মালগোভা,

              ইমাম ও পসন্দ।

    অন্ধ্রে সিঁন্দুবা, চিন্না-রসালু

          বানাগোনাপল্লী সবার পছন্দ।

    পশ্চিমবাংলাতে আছে নানা আম

        ল্যাংড়া, কোহিনুর ও কোহিতুর।

    আর আছে রাজার রাজা

                    হিমসাগর।