• নোবেল জয়ী ডঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা – প্রথম পর্ব
    Poetry

    নোবেল জয়ী ডঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা – প্রথম পর্ব

          প্রথম পর্ব — প্রকৃতি প্রেম

    Audio File:

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    ছোট্ট অভিজিতের লাগত ভালো

                                     প্রখর রোদের তেজ ।

    সেলাম ঠুকতো সূর্যদেবকে

                               পোয়াতো রোদের আমেজ ।

    কালবৈশাখীর ঝড় শুরু হয়

                                   একটু পরেই বৃষ্টি ।

    তার সঙ্গে সঙ্গ দেয়

                               নানান অনাসৃষ্টি ।

    জল বিহনে শুকনো মাটির

                                   তৃষ্ণার্ত ডাক শুনে ।

    বৃষ্টি তখন ভেজায় তাকে

                                 খেলে আপন মনে ।

    দমকা হাওয়ায় মেঘেরা পালায়

                               অন্য দিকে ভেসে ।

    বৃষ্টি থামে, চারিদিক ভরে

                               ফরসা আলো এসে ।

    তৃষ্ণার্ত মাটি শুঁশে নেয় জল

                                    অনেকদিন পর তা পেয়ে ।

    সোঁদা গন্ধে ভরে চারিদিক

                                মাতাল বাতাস নিয়ে ।

    ওই সব ছবি মনের আকাশে

                                    আজও জ্বলজ্বল করে ।

    সোঁদা গন্ধের সুঘ্রাণ যেন পাই

                                     আছে সে মনের গভীরে ।

    আরেকটা স্মৃতি, আরেকটা ছবি

                                     মনের পর্দায় দেখতে  পাই ।

    ঝড়ের মধ্যে ছুটছি আমি

                                    বাতাবী লেবুর বাগান পেরিয়ে যাই ।

    ভারী ভারী বাতাবী লেবু

                                 ছিটকে পরছে এদিক ওদিক ।

    ঝড়বৃষ্টির হাত থেকে বাঁচতে

                                ছুটছি আমি দিকবিদিক ।

    একটু পরেই ঝড় থেমে যায়

                          আমিও ছুটি পিছন পানে ।

    বাতাবী লেবু আর আম কুড়োনোর মজা

                                আজও পাই মনে মনে ।

    সেই কাঁচা মিঠে আম কেটে

                   লঙ্কা, চাট মশলা আর কাসুন্দি দিয়ে ,

    জিভে জল আসে আজও

                  সেই সব সুখস্মৃতি ভাবতে গিয়ে ।

    বি: দ্র:  – এটি ডঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের খাদ্যপীঠ রচনা থেকে অনুসৃত