-
ভাল ছেলে – ব্যাচিলর নাম খন্ডন (চতুর্থ ভাগ)
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
বিয়ের সানাই বাজলো এবার
সন্ধ্যা বসবে বিয়ের পিঁড়িতে।
গ্রামের মানুষ সবাই খুশী
মাস্টারমশাইয়ের বিয়েতে।
সবাই বলে হারানকে
ভোজ কবে খাব ভাই?
মিস্টি খাব যত খুশি
ব্যবস্থা করা চাই।
বিয়ের দিনটা ঠিক করতে
পুরোহিত মশাই আসে।
গ্রামের সবাই এগিয়ে আসে
বিয়ের ব্যবস্থা করতে।
সন্ধ্যার বাবা সন্ধ্যাকে বলে
বাড়ী থেকে না বেরুতে।
বিয়ের আগে হবু বরের সঙ্গে দেখা হওয়া
ঠিক নয় বলে পরশিতে।
সন্ধ্যার মনে হারানকে দেখার আগ্রহ
তার মনকে ব্যাতিব্যস্ত করে।
ওদিকে হারানও সেই একই বেদনা
মনে মনে অনুভব করে।
বিয়ের দিনে হইচই
সবাই ব্যস্ত লালাল কাজে।
তারাই আবার নিমত্রিত অতিথি, তাই কাজ চলে
উপহার আর ভোজ খাওয়ার মাঝে।
সবার মুখে হাসির ছʼটা
সব্বাই খুশি এই বিয়েতে।
ষীশু আর বন্যাও
নতুন মাকে নিয়ে আনন্দে মাতে।
খন্ডন হলো ব্যচিলার নামটা
পরিপূর্ণ হলো প্রেমের পথে যাওয়া।
নর-নাারীর এই প্রেম খেলাতে
বিয়ে হলো জেতার ফলক পাওয়া।
হারান ভালো কাজের সঙ্গ দিয়ে
সার্থক করলো তার জীবন।
অনাথ ছেলেমেয়েরা মাকে পেয়ে
তাদের জীবনে হলো শূন্যস্থান পূরন।
পজিটিভিটির সুঘ্রাণে তৃপ্ত হয়
গ্রামের নানুষজন।
দেবতা এসে ভরিয়ে ধন
সেই সব মানুষের জীবন।
-
|| পজিটিভ মাইন্ডসেট – সেভেন প্রমিসেস ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Positive Mindset – Seven Promises
ভাল করে বাঁচতে গেলে
ভাল মন দরকার।
ভাল মন চায় আবার
ভাল কিছু করার।
# তাই দিন শুরু হোক
কোনও পজিটিভ নোটে।
এমন কিছুলিখতে হবে
যাতে মনের হাসি ফোটে।
# একটা কাজ করতে হবে
যার শেষটা হবে ভাল।
ভাল কাজে মনটা দিলে
মনটা দেখবে আলো।
#দুঃখ আছে মনের ভেতর
চিন্তা করো সেটা।
নিজে একটু আলাদা হʼলে
হাসির খোরাক ওটা।
# হেরে গেছো বলে দুঃখ কেন
হারের পরেই আসে জয়।
কাজের ভুলটা ঠিক করলে
হবেই তোমার এ কাজে বিজয়।
# মনের মধ্যে নেগেটিভ যা আছে
একটু খানি পালটে দাও
নতুন কাজটা হবেই পজিটিভ
আমার কথাটা মিলিয়ে নাও।
# পুরোনো কথাটা ভাবছো কেন
অতীত থেকে শিক্ষা নাও।
নতুন সকাল, নতুন রোদে
নতুন কাজে মন দাও।
# ভাল কাজের বন্ধু খোঁজো
ভাল মেন্টরও দরকার।
কাজের সঙ্গী ভাল পেলে
সবাই দেবে পুরস্কার।
সাতটা প্রমিস হোলো এবার
কবে থেকে করবে শুরু?
জন্মদিনে, নতুন বছর কিম্বা কোনও বিশেষ দিনে কিম্বা জানো তার কাছে, যাকে মানো তোমার গুরু।