• || সময় পাব না, ওই কাজটা আছে ||
    Poetry

    || সময় পাব না, ওই কাজটা আছে ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Samay Pabo na, Oi Kaajta Aache

    কাজ তো আমরা অনেক করি,

                 সকাল থেকে রাত্রি।

    একটু নিয়ম মানলে পরে

                কাজ মনে হবে এক রত্তি।

    প্রাকৃতিক কাজ – ঘুমোনো, খাওয়া, …..

              এসব না করলে উপায় নেই।

    রুটিন কাজ – দাঁত মাজা, অফিস যাওয়া ….

               এগুলো তো করতে হবেই।

    আরজেন্ট কাজ আসেই সবার

          কারো বিয়েতে যাওয়া, কারও বা অন্য কিছুই।

    মেন্টেন্যান্স কাজ সবাইকেই করতে হয়

                   যখন তার সময় থাকে তখনই।

    এসব ছেড়েও, কারো রিকোয়েস্টে

                    অন্য কাজেরও সময় চাই।

    কেউ বলবে, আমি দারুন ব্যস্ত,

                  আমার দম ফেলারও সময় নেই।

    একটা উপায় আছে কিন্‌তু

                 নতুন কাজটা করার।

    নিজের হাতেই সবার আছে

                 কাজের গতি বারাবার।

    সব কাজে সমান

                 কনসেনট্রেশন লাগে না।

    তাই সেসব কাজ মেকানিক্যালি করলে

               সময় বাঁচাতে অসুবিধা হয় না।

    এছারা প্রোআ্যাকটিভলি কোনোও কাজ

               আগামী দিনগুলোর জন্য করলে আগে,

    কাজটি অনেক সহজ হয়ে যায় এবং

                     সময়ও অনেক কম লাগে।

    অনেকে আবার কিছু কাজ ফেলে রেখে

                লেজারের পিছনে ছোটা অভ্যাসই।

    কিন্‌তু কাজ ফেলে রেখে লেজার করা

                     একেবারে নিয়ম বিরুদ্ধই।

    তাই অভ্যাসটা যদি হয়

                নতুন কাজটা করে দেবার।

    সব কাজই ঠিকমতো হবে

        সঙ্গে মন ভাল হবে নিজের ও সবার।