• || লালবাগচা রাজা  ||
    Poetry

    || লালবাগচা রাজা  ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Lalbagcha Raja

    গনেশ পুজো দেখতে হʼলে

                           যেতে হবে মুম্বাইতে।

    সারা শহরে মাতে সবাই

                           পুজো হয় সব বাড়ী-বাড়ীতে।

    দক্ষিন মুম্বাইতে সবচেয়ে বড় পুজো

                                   লালবাগচা রাজা।

    গনেশজী হলেন

           জ্ঞান, উন্নতি ও সৌভাগ্যের দেবতা।

    তিনি মানুষের সমস্ত বিঘ্ন হরণ করেন

          তাই তাঁর আরেকটি নাম বিঘ্নহন্তা।

    লালবাগচা রাজার উচ্চতা

                             প্রায় চল্লিশ ফুটের মতো হয়।

    ওনার বিসর্জনের সময়

                   বিরাট শোভাযাত্রা করে হয়।