• ।। কেমন ছেলে ।। Kemon Chele
    Poetry

    ।। কেমন ছেলে ।। Kemon Chele

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    জন্মে শিশু বড় হয় যে

              সব্বাই চায় বড় হোক।

    ডাক্তার বা ইন্জিনিয়ার

              নিদেন পক্ষে অধ্যাপক।

    পড়াশুনায় ভাল হবে

              সব সময়েই পজিটিভ।

    বাড়ী হবে, গাড়ী হবে

              নাম হবে তার দিকবিদিক।

    দেখতে হবে সুন্দর সে

               সবাই দেখবে তাকে।

    তোমার ছেলের নেই কো জুড়ি

                বলবে বাবা-মাকে।

    স্কুল কলেজে ফার্স্টবয় সে

                চাকরির রেজাল্টেও ফার্স্ট।

    সব ভাল যে হতেই হবে

                ভালর চূড়ায় মাস্ট।

    পড়াশুনা চাকরির মতো

                মানবে সে তার ধর্ম।

    চিনিয়ে দেবে সংসারে তাকে

                 এমনই তার কর্ম।

    ব্যবহারে সে কোমল স্বভাব

                 মাথা নিচু গুনিজনে।

    একবার যে দেখবে তাকে

                 থাকবে তাহার মনে।

    শিশু যখন ছোট্ট থাকে

                  ভাবে বাবা-মা।

    সত্যি সত্যি এমন ছেলে

                  কেন যে হয় না।

    AUDIO FILE