• || দৃষ্টি ||
    Poetry

    || দৃষ্টি ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Sight মানুষ দেখতে পায়        কুড়ি ফুট দূরের জিনিষ। কারো কারো চোখ খারাপ   তার দৃষ্টি দশ বা পনের ফুটেই শেষ। কিন্‌তু আমরা খালি চোখে দেখতে পাই না           এমন অনেক কিছু আছে। ব্যাকটেরিয়া বা মলিকুল দেখা যায় না            সেটা থাকলেও ধারে কাছে। পাখি মানুষের থেকে                অনেক শার্প দেখে। আলোর আলট্রা ভায়োলেট ফ্রিকোয়নসিতে   যাতে মানুষ দেখতে পায় না, সেটা পাখি দেখে চোখে। বৈজ্ঞানিক মতে, পাখির দৃষ্টিশক্তি     মানুষের থেকে প্রায় আট গুণ ক্ষুরধার। ঈগল পাখি অনেক দূর থেকে           ধরে তার শিকার। অন্ধকারে পেঁচা খুব সহজে                 দেখতে পায়। তবে দৃষ্টিশক্তি সকালের থেকে           রাত্রে অনেক কমে যায়। মানুষ কম…