-
|| স্লিপ প্যারালিসিস ||
Sleep Paralysis
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
ঘুম আর জেগে ওঠা
এর মাঝের সময়টা ক্ষণস্থায়ী হয়।
এই সময়ে মস্তিস্ক সক্রিয়,
কিন্তু শরীর সক্রিয় নয়।
এই ক্ষণস্থায়ী অবস্থাকেই
স্লিপ প্যারালিসিস বলে।
এই সময়ে মুখ থেকে
কথাও বেরোয় না।
হাত-পা ও ইচ্ছে মতো
নাড়ানো যায় না।
বুকের মধ্যে মনে হয়
কিছু চেপে বসে রয়েছে।
কথা বলতে চেষ্টা করলেও, শোনা যায় –
কোনোও গোঙানির আওয়াজ হচ্ছে।
এই সময়ে অনেকের
হ্যালুসিনেশন হয়।
কোনোও কিছুর ভয় পাওয়ার
অভিজ্ঞতা হয়।
আগে এই অবস্থা দেখলে
সবাই বলতো, ʼওকে ভূতে পেয়েছেʼ।
এখন এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে
অনেকেরই চিকিৎসা করে উপকার হয়েছে।
-
।। স্বপ্ন ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Swapno
স্বপ্ন দেখলে
কেমন স্বপ্ন?
সুখ স্বপ্ন,
না দুঃস্বপ্ন?
ঘুমের মধ্যে স্বপ্ন দেখি
কখনও জেগে জেগে।
ডাক্তারবাবু বলে খাবার হজম না হʼলে
পেটে বায়ু জমবে বেগে।
কালকে দেখি, মামার, পিসির, মাসির বাড়ী
সব বাড়ীই আমার বাড়ীতে।
রান্না করছে মা আমার
ইয়া বড় হাঁড়িতে।
স্বপ্নের গতি অনেক বেশী
আলোর বেগের থেকে।
এক মিনিটে ভারত থেকে আমেরিকা
পৌঁছাই মেয়েকে দেখতে।
ভোম্বলদার সেই থাপ্পর
ঘনার এখনও মনে আছে।
স্বপ্নে দেখে ঘনা
সবাই মিলে ভোম্বলদাকে পেটাচ্ছে।
অনেকে বলেন, সকালবেলায় স্বপ্নটা
সত্যি হয় সব সময়েই।
শূন্য পাওয়া হাবলু দেখে
অঙ্কে একশো পেয়ছে সহজেই।
যাই বল ভাই, সকালবেলায়
ঘুম ভেঙ্গেওঠার আগে,
সুখ স্বপ্ন দেখতে আমার
দারুন ভাল লাগে।