• ।। প্রকৃতির শব্দ ।।
    Poetry

    ।। প্রকৃতির শব্দ ।।

    Sound of Nature

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    পশু-পক্ষীী গাছপালা, জল হাওয়া

                 আছে প্রকৃতির কোলে।

    নানান শব্দ সৃষ্টি হয় অবিরত

            এদের নানান কাজের ফলে।

    একটি প্লাস্টিক পাত্রের ওপরে

                  জল যখন পড়ে।

    ড্রাম বাজানো আওয়াজ হয়

                                     সবারই মনে ধরে।


    নায়েগ্রা বা হুড্রু ফলসে

               কেউ বেড়তে গেলে।

    শুধু ড্রাম নয়, অনেক বাজনার

             আওয়াজ সেখানে মেলে।

    পাহাড়ের ওপর থেকে

             জলস্রোত মাটিতে যাচ্ছে।

    প্রচন্ড সেই আওয়াাজে

             সব আওয়াজ চাপা পড়েছে।

    জঙ্গলে  হাওয়র শোঁ শোঁ শব্দ।

    বর্ষাকাালে ব্যাঙের ডাকের শব্দ।

    মৌমাছি ও বিভিন্ন কীট-পতঙ্গের শব্দ।

    পাখীর ডাকের বিভিন্ন শব্দ।

    পশুদের ডাকের শব্দ।

    • এ সব আমাদের চেনা।

    মন খোঁজে কোথায় একটা শব্দ পাই

                   যা আমাদের অচেনা।

    প্রকৃতির যে লক্ষ লক্ষ

                           অচেনা শব্দ আছে।

    একটি  নতুন শব্দ শুনে

                                   ছুটি তারই পাছে।

    সব শব্দ নয় সবার জন্য

                              মানুষও শোনেনা অনেক শব্দ।

    কোনো এক শব্দে হরিণ ছোটে

                              ব্যাঘ্র মশাই তখন জব্দ।