• || মনের গতি প্রকৃতি  ||
    Poetry

    || মনের গতি প্রকৃতি  ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Moner Gati Prakriti

    মনের গতি মেপেছেন?

     এমন মেসিন হয় বলে তো আমার জানা নেই।

    কিন্‌তু অবসর সময়ে মনে হয় যে

              মন তো দারুন গতিময়।

    আবার মনকে শান্ত করে

         কনসেনট্রেট করলে কোনোও কিছুতে,

    মন সুবোধ বালকের মতো

        সেই একটা কিছু নিয়ে ভাবতে থাকে।

    আসলে মনকে বাঁধা খুব মুশ্কিল,

         হঠাৎ যে কত দূরে চলে যায়,

    তখন মনে কত শত মুখের ছবি

          এসে পরে মনের আকাশে।

    আবার বিক্ষিপ্ত মন নিয়ে অনেক চেষ্টা করেও

        আপনি ধ্যানের হাজার চেষ্টা করলেও

    ওনার টিকি ধরতে ধরতে

         কোথায় যেন পালিয়ে যাবে।

    তখন হাজার মুখকে আর ছবি নিয়ে মন

        নিজের আকাশে ঘুরে বেড়ায়।

    থামতে বললে একটু সময়ের জন্য থেমে

              আবার ছুটে বেরায়।

    কোথাও বেড়াতে গিয়ে –

    আপনার চোখ যখন ভোরে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গে বা

      পুরীর সমুদ্রে সূর্য্যের এক ডুবে হারিয়ে যাওয়া বা

    গাড়ীতে গাছের সারী বা ফুলের পাহাড় দেখতে ব্যস্ত.

    তখন মনের কিনারা পাবেন কি?

    নিস্বর্গে হারিয়ে যাওয়া মনকে একবার

         অন্য কাজ দিন,

    সে কর্ণগাত না করে লক্ষ লক্ষ মাইল দূরে চলে যাবে।

      আর আপনার স্মৃতিতে সুন্দর ছবি এঁকে দেবে।

    মনের ভ্রমণের গ্রাফ আঁকা সম্ভব নয়

      কারন গ্রাফ পেপারটা আকাশের মতো বড় চাই।

    তারপর এদিক ওদিক পালিয়ে গেলে

       কোথায় যাবেন তাকে খুঁজতে?

    মন যখন ভাল থাকে, তখন সে

      নানান সুখ স্মৃতি নিয়ে ঘুরে বেরায় আশেপাশে।

    আর কষ্টের দিনে, সেই দুঃস্বপ্নের স্মৃতি নিয়ে

        এক জায়গায় বসে থাকে।

    না আছে এদিক ওদিক ছোটা,

         না আছে বিভিন্ন ছবি দেখা।

    এক জায়গায় স্থির।

    আমরা যাদের পাগল বলি,

     তারা কেউ কেউ দিনরাত হাসছে

    কেউ আবার দিনরাত কাঁদছে।

    তাদের মনটাকে সুখস্বপ্ন বা দুঃস্বপ্ন থেকে বার করে

     ডাক্তারবাবুরা যখন অবাধ করতে পারেন,

    তখনই সে সুস্হ হয়ে

        স্বাভাবিক জীবনে ফিরে আসে।

    তাই মন ভাল রাখুন,

       মনকে ছুটতে দিন যেদিকে খুশি।

    মন ভাল থাকলে সব কাজ ঠিকঠাক হবে

     আর মুখে থাকবে সব সময় হাসি।