• || পথের পাঁচালী – অপূ ও দূর্গা – ২ ||
    Poetry

    || পথের পাঁচালী – অপূ ও দূর্গা – ২ ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Pather Panchali – Apu o Durga 2

    অপুর বাবা বৈশাখ মাসের প্রথমে

        গ্রামের বাড়ী ছেড়ে কাশী যাবার ঠিক করলো।

    সব জিনিস নেওয়া যাবে না

        তাই বাকী জিনিস বিক্রির ব্যবস্হা হলো।

    গ্রামের একজন অপুকে বলে, ʼতুই যে বলিস, এই গ্রামের মতো

                       এমন নদী, এমন মাঠ কোখাও পাইনি।

    অপু বলে, ʼআমি কি করব, আমি তো গ্রাম ছেড়ে যেতে চাইনিʼ।

    অনেকদিন আগে সে আর দিদি

                       বাছুর খুঁজতে রেল লাইন দেখতে পায়।

    সেদিন ওরা রেল লাইন দেখতে

                        মাঠের জল ভেঙ্গে ছুটে যায়।

    আজ দিদি নেই, সে মারা ঘেছে

           কিন্তু অপু পথে, ঘাটে, বাঁশবনে, বাড়ীতে দিদির স্পর্শ পায়।

    দিদির সঙ্গে সত্যিই কি তার ছাড়াছাড়ি হয়ে গেল?

                                    দিদিকে কেউ ভালবাসতো না।

    অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরে যায়।

                 সেটা দুঃখ, শোক, বিরহ নয়, কি সে জানে না।

    তরগর মনে মনে বললো,

                        আমি যাইনি দিদি, আমি তোকে ভুলিনি।

    ওরা আমাকে নিয়ে যাচ্ছে

                         আমি সত্যিই যেতে চাইনি।

    বিঃ দ্রঃ – এটি শ্রী বিভূতিভূযন বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী থেকে অনুসৃত।