-
|| পথের পাঁচালী – অপূ ও দূর্গা – ২ ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Pather Panchali – Apu o Durga 2 অপুর বাবা বৈশাখ মাসের প্রথমে গ্রামের বাড়ী ছেড়ে কাশী যাবার ঠিক করলো। সব জিনিস নেওয়া যাবে না তাই বাকী জিনিস বিক্রির ব্যবস্হা হলো। গ্রামের একজন অপুকে বলে, ʼতুই যে বলিস, এই গ্রামের মতো এমন নদী, এমন মাঠ কোখাও পাইনি। অপু বলে, ʼআমি কি করব, আমি তো গ্রাম ছেড়ে যেতে চাইনিʼ। অনেকদিন আগে সে আর দিদি বাছুর খুঁজতে রেল লাইন দেখতে পায়। সেদিন ওরা রেল লাইন দেখতে মাঠের জল ভেঙ্গে ছুটে যায়। আজ দিদি নেই, সে মারা ঘেছে কিন্তু অপু পথে, ঘাটে, বাঁশবনে, বাড়ীতে দিদির স্পর্শ পায়। দিদির…