-
|| সুপার-মুন ও ব্লু-মুন ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Super-moon o Blue-moon আকাশের দিকে তাকিয়ে থাকতে অনেকেরই ভাল লাগে। সেই সব মানুষের জন্য সুখবর জানাই একটু আগে ভাগে। পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে উপবৃত্তাকার পথে। তাই খুব কাছাকাছি চলে আসে কখনও ঘুরতে ঘুরতে। সেই চাঁদ অনেক বড় অন্যদিনের থেকে। সুপার-মুন হয় তখন বিজ্ঞানীদের মতে। কোনও কোনও মাসে পূর্ণিমা হয় একবার নয় দুবার। ব্লু-মুন তাকেই বলে রঙটা একই থাকে সে বার। তিন জুলাই, দুই আগস্ট আর উনত্রিশে সেপ্টেম্বরে, সুপার-মুন হবে এবার বিজ্ঞানিরা মনে করে। দুই আর একত্রিশ আগস্টে পূর্ণিমার চাঁদ দেখা যাবে। ঐ দিনে ব্লু-মুন সবাই দেখতে পাবে।