-
গোপালজী বনাম গনেশজী
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita নমস্কার, স্বর্গের নতুন স্টেডিয়াম ত্রিমূর্তি থেকে কালিদাস বলছি। আজকে এক বিরাট কম্পিপটিশন গোপালজী বনাম গনেশজী। নতুন এই ত্রিমূর্তি স্টেডিয়ামের আজই শুভ উদ্বোধন। উদ্বোধন করবেন সকলের প্রিয় ব্রহ্মান্ডের পালনহার নারায়ন। কিছুদিন আগে স্বর্গ স্পোর্টস এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহাদেব এক আদেশ দেন। সেই আদেশে-বলে স্বর্গের নন্দনকাননের পূর্বদিকে ঠিক হয় এক নতুন স্টেডিয়ানের নির্মাণ। নির্মাণ কার্যের টেন্ডার কমিটি দুজনকে সর্টলিস্ট করেন। শেষে বিশ্বকর্মাকে হারিয়ে গনেশজী এই টেন্ডার জেতেন। টেন্ডারগুলো ব্রহ্মদেব টেন্ডার কমিটির সঙ্গে বসে পুংখানুপুংখভাবে চেক করেন। সবশেষে তাঁর কথামতো গনেশজী টেন্ডারটি পান। তারপর দীর্ঘ পনেরো বছর ধরে পাঁচ কোটি ইঁদুর এই নির্মাণ…