• || দুঃখ ও ঘুম পারানি গান  ||
    Poetry

    || দুঃখ ও ঘুম পারানি গান  ||

    Audio File

    Dukhkho o Ghum Parani Gaan

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    কেউ চায় না নিজের ইচ্ছেয়

               দুঃখ পেতে জীবনে।

    কিন্‌তু দুঃখের গান সবারই পছন্দ,

             কেন যে কে জানে।

    ব্যথার গান শুনতে সবার

                 অনাবিল সুখ।

    সবাই এ গানে এতই মজে যে

             কেউ হয় না বিমুখ।

    আবার বাচ্ছা চলে যায় নিঃছিদ্র ঘুমে

          মায়ের ঘুম পারানি গানে।

    বাচ্ছা থাকে নিশ্চিন্ত প্রশান্তিতে

          সুখ থাকে তার মনে।