• || শ্যামল, রাধিকা ও স্বপ্নার গল্প – দুই ||
    Poetry

    || শ্যামল, রাধিকা ও স্বপ্নার গল্প – দুই ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    A story of Shyamal Radhika & Swapna – 2

    এক অন্য ত্রিভূজ – রাধিকার কথা

    রাধিকার বাড়ীর খবর

                 বলি এবার।

    শ্যামলের পাশের বাড়ী

               সুন্দরী কন্যা রাধিকার।

    বিশাল বাড়ীর একজন রাধিকা

               বড়লোকের একমাত্র মেয়ে।

    বাবার আছে বড় চালকল

          সৌখিন মা ব্যস্ত ক্লাব কালচার নিয়ে।

    এই তিনজন থাকে এ বাড়ীতে

                 বাবা-মা ব্যস্ত নিজেদের কাজে।

    রাধিকার পছন্দ নয় বাবা মাʼর সঙ্গ

                 তাই সে নিজের মতই থাকে।

    গায়ের রঙ ফর্সা যে তার

                    আর টানাটানা চোখ।

    মায়াবী মুখটা মমতায় ভরা

                   রূপের প্রশংসায় সর্বোলোক।

    একদিন ক্লাবে মা নিয়ে যায়

            আলাপ করায় এক বান্ধবীর ছেলের সাথে।

    ঐ সব ছেলে পছন্দ হয়না

                 তাদের নানান সব আধুনিক কাজে।

    শ্যামলদার সহজ জীবন

     মনের কোথায় যেন সেই ভালোলাগাটা আছে।

    মাঝে মাঝে যায় ওদের বাড়ীতে

          কথা হয় তখন শ্যামলের সাথে।

    বাবার সময় একদম নেই

               চালকল নিয়ে ব্যস্ত তিনি।

    মেয়েকে সবসময়েই সাপোর্ট করেন

               মেয়ের সব কাজে রাজী উনি।

    শ্যামলের মা মনে মনে চায়

               রাধিকাকেই ছেলের বউ করতে।

    শ্যামলের বাবা মধ্যবিত্ত

         চায়না বড়লোকের বাড়ীতে হাত বারাতে।

    শ্যামল বিয়ের কথা শুনলেই বলে,

          ʼএত তাড়তাড়ী কে ভাবছেʼ?

    রাধিকার চোখে ভালবাসা দেখে

           গুটিয়ে ফেলে সে নিজেকে।

    শ্যামলের জন্যে পায়েস আনে সে

        বলে, ʼশ্যামদা আমি নিজে বানিয়েছিʼ।

    ʼখেয়ে দেখ তো কেমন হয়েছেʼ?

               ʼসবাই কিন্‌তু ভালই বলছেʼ।

    শ্যামল খেয়ে বলে,

                 ʼবেশ ভাল হয়েছেʼ।

    ʼমিষ্টি খাবার খাইনা আমিʼ

                            ʼতূই আনলি তাই খেয়েছিʼ।

    এভাবেই ভালোলাগা চলে ধীর গতিতে

                                      দুজনেই  অব্যক্ত।

    ওদের মনের পায়না কিনারা

                         বাবা মাʼরাও থাকে দ্বিধা-বিভক্ত।