-
|| টাইটানে রুবিক্স কিউব ||
Audio File Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Titane Rubix Cube
উনিশ বছরের এক কিশোরের
শখ রুবিক্স কিউব নিয়ে।
বারো সেকেন্ডে সল্ভ করতো সেটা
সবাইকে তাক লাগিয়ে।
বাবার অনুরোধে টাইটানে সে গিয়েছিল
এ্যাডভেন্চার করতে।
তার মনে ছিল, বারো হাজার ফুট নিচে
বারো সেকেন্ডে রুবিক্স সল্ভ করবে সে।
বাবার কাছে একটা ভালো ক্যামেরাও কেনে সে
এ কাজটা রেকর্ড করতে।
এ কাজটায় বিশ্বরেকর্ড করে
গিনেস বুকে নাম লেখাতে।
আটলান্টিকের ধ্বংসাত্বক বিস্ফোরণে
প্রান গেল সবার।
সাগরের অতলে ধ্বংস হলো তার ইচ্ছা
গিনেস বুকে নাম লেখাবার।
-
|| টাইটানিক ও টাইটান ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Titanic o Titan
টাইটানিকের মতো টাইটানও ধ্বংস হলো
দু হাজার তেইশে।
কʼদিন আগে টাইটানিকের ধ্বংসাবশেষ
দেখতে গেল পাঁচজন।
তারা যে সাবমেরিনে করে দেখতে গেল
তার নাম টাইটান।
উনিশশো বারো সালে
টাইটানিক ধ্বংস হয়।
আর দু হাজার তেইশে, তাকে দেখতে গিয়ে
টাইটানও শেষ হয়ে যায়।
টাইটান সাবমেরিন বিস্ফোরণে
চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
বিস্ফোরণের কারণ
জানা যাবে পরে।
টাইটানের পথ-প্রদর্শক জাহাজ
বিচ্ছিন্ন হয় শুরুর পোঁনে দু ঘন্টা পরে।
এটা সম্ভবত প্রধান কারণ
হলেও হতে পারে।
টাইটানিকের ধ্বংসে
এক দম্পতির মৃত্যু হয়েছিল।
টাইটানেও আরেক দম্পতি, পাইলট এবং
তার স্ত্রীর মৃত্যু হলো।
টাইটানিকের মৃত দম্পতির গ্রেট গ্রেট গ্র্যানচাইল্ড,
টাইটানের পাইলটের স্ত্রী ছিল।
তাই অভিশপ্ত টাইটানিকের
যে দম্পতির মৃত্যু হয়,
সেই পরিবারেরই একশো এগারো বছর পর
আরেক দম্পতির মৃত্যু হলো।