-
|| সত্যি ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Satyi জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা অনেক সত্যি-মিথ্যের বেড়াজালে পড়ি। সত্যের পথটা সুগম হয়না অনেক সময় তাই আমরা মিথ্যার জালে জড়িয়ে পরি। সহজ পথে হাঁটতে গিয়ে যে ভুলটা হয় সেটার প্রকোপ পরে বুঝতে পারি। তাই সত্য সুন্দরের পথে গেলে, সাময়িক কষ্ট নিয়েও, এক উজ্বল ভবিষ্যতের দিকে যাত্রা করি। মিথ্যা দিয়ে গড়া সেই সুখের তরী পাপের ভারে একদিন ডুবে যায়। আর সেদিনের সেই দুঃখের তরী ভবিষ্যতে সুখের পথে পারি দেয়।
-
|| নাম শুনে যায় চেনা – দুই ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Naam Shune Jai Chena 2 যুধিষ্ঠির একজনকে চিনি আমি নাম তার যুধিষ্ঠির। কথাবার্তায় খুবই নম্র কাজকর্মে অতি ধীর। গম্ভীর মেজাজের মানুষ তিনি হাসির কথা অপছন্দ। ভাল খাবার সামনে পেলে মনে লাগে দারুন আনন্দ। চেহারাটা একটু গোলগাল ভাল লাগে না করতে ব্যায়াম। ঘুমের মধ্যে নাকটি ডাকেন দিবা নিদ্রায় কতই আরাম। বাক-যুদ্ধ হলে তিনি স্হির থাকেন যুদ্ধতে। লজিক্যালি কথা বʼলে পেরিয়ে যান সব বাধা-বিঘ্নকে। নামটি তাঁর যে যুধিষ্ঠির মিথ্যা কথা বলেন না। মিথ্যা কথা আসলে মনে মুখ থেকে বার করেন না।