• ।। টিভি ।।
    Poetry

    ।। টিভি ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobitaa

    TV

    টিভির দিকে তাকিয়ে দেখি

         ভোটে এক দলকে হারিয়ে অন্য দল জিতছে।

    বাজি ফাটানো, মিষ্টিমুখ

                  এ সব কান্ড চলছে।

    এখন আবার বিজ্ঞাপন

                 একের পর এক চলে।

    এরা চ্যানেলগুলোর প্রাণ ভোমরা

                  সত্যি কথাই বলে।

    খেলা আছে আজকে আবার

              আই পি এলের ফাইনাল।

    ওই দলটাই জিতবে

                 খবরটা তো ভাইরাল।

    এদিকে ঠাকুমার কান্নাকাটি শুরু হয়েছে

                সিরিয়ালে হিরোর এক্সিডেন্টে।

    সিরিয়ালগুলো সব সময়েই

                খেলা করে দর্শকদের সেন্টিমেন্টে।

    ওয়ার্ল্ডকাপ ফাইনালের মতো

                খেলা যখন আসে।

    ঘরে, ক্লাবে, হোটেলে ভীড় জমে

                   টিভির চারপাশে।

    বাইরের রাস্তা হয়

                 একেবারে সুনশান।

    স্ট্রাইক হলো আজকে নাকি

                দেখছি না কোনও যান।

    কোনও দিন কোনও সেলিব্রীটির

                    স্পেশাল খবর পেতে।

    সবার আগ্রহ বেড়ে যায়

                 তার সব কিছু জানতে।

    পুজোর সময় বেজায় মজা

                    সব চ্যানেলে।

    বিশেষ প্রোগ্রাম শুরু হয়ে যায়

                    সকালে বিকালে।

    মুভি চ্যানেলগুলো ব্যস্ত এখন

                     নতুন সিনেমা দেখাতে।

    দর্শকেরা দেখছে সে সব

                    মজা করে বাড়ীতে।

    পরীক্ষার আগে স্পেশাল ট্রেনিং

                     কিছু চ্যানেল দেখায়।

    ছাত্র-ছাত্রীরা সে সব দেখে

                   সত্যিই উপকৃত হয়।

    টিভি কিনবে? এল ই ডি, ফোর কে

           নাকি প্লাজমা টিভি চাই?

    ও এল ই ডির দামটা বেশী

           কিন্‌তু বেস্ট হʼল ওটাই।