-
বিদ্যাসাগরের সৃষ্টি
Audio File:
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
জ্ঞানের সাগর বিদ্যাসাগর
নামেই তুমি সাগর।
কঠোর মানুষ, কোমল হৃদয়,
সবাই বলে দয়ার সাগর।
বাংলা ভাষার পথিকৃত তুমি
বর্ণপরিচয়ের সৃষ্টা।
শিশু শেখে যুক্তাক্ষর আর
ভাল মানুষ হবার প্রচেষ্টা।
গ্রীস দেশের জেমস্ ঈসপের
লেখা বিখ্যাত গল্পমালা।
অনুবাদ করেন গর্ডন ইয়ংয়ের আগ্রহে
রচিত হয় কখামালা।
ছোট ছোট আটষট্টিটি গল্প এতে
যা মনোগ্রাহী হয় শিশু মনে।
নিতিগর্ভ এ গল্পগুলি পাঠে
সুবিধা হয় চরিত্র গঠনে।
বিখ্যাত বিদেশী মহনুভবদের কথা
আছে চরিতাবলী ও জীবনচরিতে।
সাহিত্য, বিজ্ঞান ও বিভিন্ন আবিস্কারের কথা
জানা যায় এই দুই পুস্তক দুটিতে।
শিশুমনের বিভিন্ন প্রশ্ন যেমন পদার্থ, ঈশ্বর,
মানব জাতি, ইন্দ্রিয়, ও ভাষার মানে।
সম্যক পরিচয় হয় তাদের
বোধদয় বইটিতে তারা সহজে জানে।
এই বইটিতে আছে সহজভাবে
সংখ্যা জেনে গুনতে শেখা।
আবার ক্যালেন্ডারের সংখ্যা দেখে
দিনটিকে বলতে শেখা।
বাংলার রাজা সিরাজউদ্দৌলার শাসন,
মীরজাফরের বিশ্বাসঘাতকতা।
ভারতবর্ষে মোঘলদের শাসন ও
ইংরেজদের কাছে পরাধিনতা।
আখ্যানমঞ্জরী তিনটি ভাগে বিভক্ত
ছোট গল্প সংকলনটি।
বালকেরা সামাজিক ব্যবহার শেখে
তৈরী হতে সঠিক মানুষটি।
এসব তিনি লিখেছেন
বাঙ্গলার ইতিহাস পুস্তকটিতে।
যেটির সংকলন মার্শমন সাহেবের গ্রন্থের
শেষ নয় অধ্যায় থেকে।
ফোর্ট উইলিয়াম কলেজে হিতোপদেশ
বই লেখার আসে আর্জি।
বিদ্যাসাগর রচনা করেন
এ কাজে বেতালপঞ্চবিংশতি।
তিনি সীতার বনবাস ও বিদ্যাসাগর চরিত
ও শকুন্তলা,রচনা করেন।
আর করেন এক মজার গল্প ভ্রান্তিবিলাস
যা এক জমজ মনিব আর চাকরের উপাখ্যান।
এছাড়া তাঁর বাল্য বিবাহের দোষ, বিধবা বিবাহ,
বহু বিবাহ, ব্রজবিলাস ইত্যাদি রচনা আছে।
অন্যান্য আরও নানান রচনা সম্ভারও
বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
বি: দ্র: – এটি স্বাক্ষরতা প্রকাশনের বিদ্যাসাগর রচনা সংগ্রহ থেকে রচিত।
-
বিদ্যাসাগর
Audio File:
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
আজ বাংলা সাহিত্যের জনক বিদ্যাসাগরের জন্মদিন। ভারতবর্ষের শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্ষ। তিনি সবসময় মানুষের পরোপকার করতেন, তাই তাকে মানুষ ʼদয়ার সাগরʼ বলে ডাকতো।
গোঁড়া ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মেছিলেন।কিন্তু সামাজিক গোঁড়ামি এবং বিভিন্ন কুসংস্কার ছেড়ে তিনি আজীবন সামাজিক কুপ্রথা যেমন বিধবা বিবাহ, মেয়েদের পড়াশুনা শেখানো ইত্যাদি ব্যাপারে চিরদিন সামাজিক প্রথা ভেঙ্গে সেইসব কাজে ব্রতী হয়েছিলেন।
তিনি সংস্কৃত অনুরাগী ছিলেন। সংস্কৃত অধ্যাপনা ছাড়াও বেশ কিছুদিন তিনি কোলকাতা বিশ্ব বিদ্যালয়ের সংস্কৃত কলেজে প্রিন্সিপ্যাল ছিলেন। বম্কিমচন্দ্রের মতে, বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত অনুরাগী হওয়া সত্তেও তার বাংলা ভাষা অতি সুমধুর ও মনোহর ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর থাঁর সমন্ধে বলেছেন, যারা অতীতের জড় বাধা লঙ্ঘন করে দেশকে ভবিষতের পরম সার্থকতার দিকে বহন করে নিয়ে যায়, সারথি সরূপ বিদ্যাসাগর মহাশয় সেই মহারথীগনের একজন অগ্রগন্য ছিলেন। আমার মনে এই সত্যটিই সবচেয়ে বড় হয়ে লেগেছে।
তিনি বাংলা ভাষা শেখার প্রথম ধাপটি বর্ণপরিচয় লিখে সৃষ্টি করেছেন। যুক্তবর্ণ, বাংলা ব্যাকরণের প্রথম পাঠটিও এই বইটিতে লিখেছেন।
এছাড়া ছোটদের কাছে ভাল এবং খারাপ মানুষ বোঝার জন্য কয়েকটি ছোট ছোট গল্পও বর্ণপরিচয়ে লিপিবদ্ধ করেছেন।
মানুষ হিসাবে বাইরে থেকে এক কঠিন মানুষ ছিলেন. কিন্তু অন্তরে তিনি ছিলেন এক কোমল হৃদয়ের মানুষ। অপরের দুঃখ তাকে বিচলিত করতো। তাইতো কারো দুঃখ দেখলে তিনি তা দূর করতে চেষ্টা করে গেছেন আমরন।
তিনি খুব মাতৃভক্ত ছিলেন। একবার মা তাকে গ্রামের বাড়ীতে আসতে বলেন। কিন্তু সেদিন ছুটি না পাওয়ায় চাকরিতে ইস্থাপা দিয়েই মায়ের কাছে যাত্রা করেন। সেটা ছিল বর্ষাকান। দামোদর নদী পেরিয়ে যেতে হতো গ্রামের বাড়ী।বর্ষার জলে তখন দামোদর নদী ফুঁসছে। পারাপারের কোনও নৌকাও ছিল না। তিনি সাঁতার কেটে সেদিন নদী পেরিয়ে মায়ের কাছে পৌঁছেছিলেন।
বিদ্যাসাগর মহাশয়ের চেহাড়া অপেক্ষায় মাথাটি একটু বড় ছিল, তাই ছোটবেলায় অনেকে যশুরে কই মাছের মতো ʼকশুরে জইʼ বলে ডাকতো।
তিনি কুসংস্কারাচ্চন্ন সমাজের অনেক কুস্ংস্কার মুক্ত করেছেন। সতীদাহ প্রথা, বিধবা বিবাহ ইত্যাদি। বিধবা বিবাহ প্রতিষ্ঠা করতে তিনি নিজের ছেলের সঙ্গে এক বালবিধবা কন্যার বিয়ে দেন।
বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি অনেক অবদান রেখে গেছেন।
বি: দ্র: – এটি স্বাক্ষরতা প্রকাশনের বিদ্যাসাগর রচনা সংগ্রহ থেকে অনুসৃত।
-
Vidyasagar, a jewel of Bengal
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
In a remote village, born with purpose and grace,
Ishwar Chandra Vidyasagar, a name we embrace,
1820, on September’s twenty-sixth day,
To Thakurdas and Bhagavati, in Bengal’s sway.
A Brahmin family, with knowledge so deep,
In young Vidyasagar, their hopes did seep,
He grew with wisdom, a scholar, so bright,
A person of change, a guiding light.
He said, the life without suffering,
Is same as a boat without sailor drifting.
In Kolkata’s heart, a challenge he’d take,
Widow remarriage, for society’s sake,
With his own son, on that December day,
He paved the path, in a courageous way.
Against child marriage, he’d ardently stand,
For women’s education, he’d lend a hand,
Vidyasagar, a reformer, pure and true,
In the 19th century, his mission he’d pursue.
Vidyasagar, a title earned with grace,
“Ocean of knowledge” in Sanskrit’s embrace,
At 22, in Calcutta’s Sanskrit College, he’d find,
Recognition for his vast, brilliant mind.
Babu Pyari Charan Sarkar, a friend so dear,
In Calcutta’s Presidency College, they’d steer,
Together, they’d strive for a brighter day,
A duo of change in their own unique way.
Social evils shattered, by his relentless might,
Widows’ Remarriage Act, in clear daylight,
A reformer, an educator, a voice so strong,
For women’s rights, he’d fight all along.
Nari Siksha Bhandar, a fund he’d create,
To uplift women’s fate, to change their state,
Bethune School’s birth, on that memorable date,
May 7, 1849, their destinies would conflate.
Through articles and words, he’d express his thought,
In periodicals and newspapers, his wisdom sought,
A dutiful son, humility in his heart,
Scholarly greatness, with modesty, he’d impart.
In 1855, as an inspector, he’d ascend,
For schools and education, he’d fervently defend,
In Bengal’s embrace, he’d spread the light,
Establishing schools, making futures bright.
Thirty schools for girls, a visionary’s dream,
In Vidyasagar’s legacy, they gleam,
A life well-lived, a legacy profound,
Ishwar Chandra Vidyasagar, forever renowned.
-
Thakur Sri Ramkrishna Paramhansa Dev met Vidyasagar
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
On Kolkata’s bustling road, one fine day,
Thakur Ramakrishna, a saint so wise,
Embarked on a journey, his heart’s desire,
To Vidyasagar’s abode, where kindness lies.
Bhabanath and Hazra by his side,
The Master ventured forth with grace,
Towards Badurbagan, the path they tread,
To meet the scholar in his dwelling place.
Born in Birsingha’s village, humble origin,
Vidyasagar, a name revered and renowned,
An ocean of kindness, people would proclaim,
A scholar’s brilliance, a wisdom unbound.
Thakur’s heart was filled with eager hope,
To gaze upon this ocean of virtue pure,
With Vidyasagar’s fame, his heart did swell,
An encounter of souls, an event so sure.
In Vidyasagar’s presence, their eyes did meet,
Thakur’s vision beheld an ocean’s expanse,
Words flowed like rivers, a divine dialogue,
A moment in time, a sacred dance.
Thakur spoke, “Before me, an ocean I see,”
Vidyasagar replied, a twinkle in his eye,
“Then take some salty water, O revered one,”
A playful banter, a connection awry.
Thakur’s voice rose like a gentle tide,
“An ocean of literacy, you truly are,”
With humility profound, Vidyasagar smiled,
Two great souls united, near and far.
In Kolkata’s tapestry, this moment woven,
Thakur Ramakrishna and Vidyasagar’s grace,
A meeting of hearts, a convergence divine,
In poetry’s embrace, their spirits embrace.