-
।। হাঁটা ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita ডাক্তারবাবুরা বলেন, ʼডিনার খেয়ে এক মাইল হাঁটোʼ। যদিও শরীর ঠিক রাখতে সকালবেলার হাঁটা নয় খাটো। কেউ আবার বিকেলবেলা বা সন্ধ্যেবেলায় হাঁটতে যায়। শরীর চর্চা করতে হাঁটা দরকার এতে শরীরের অনেক গন্ডগোল কমে যায়। জীবনের পথে তো আমরা হেঁটেই চলেছি। সেই কোন সকালে হাঁটা শিখে এ রাস্তা, ও রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি। ইন্জিন যতদিন চালু থাকবে হাঁটতেই হবে বিভিন্ন পথে। সে হাঁটা পায়ে পায়ে না হাঁটলেও যেতে হবে রথে। কতবার হোঁচট খেয়ে কত কি হয়েছে। সাময়িক বিরাম দিয়ে পথ বদলেছে। কত কিছু শিখলাম এই হাঁটতে গিয়ে। কত মানুষকে বুঝলাম এর মধ্যে…