• || জল-শূন্য শহর ||
    Poetry

    || জল-শূন্য শহর ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Jal Shunno Shahar

    একি একটি সত্যি ঘটনা

    দক্ষিণ আফরিকার

             এক বিখ্যাত শহরের কথা।

    এক বিখ্যাত ক্রিকেটারের

                নিজের শহর সেটা।

    ওই শহর একবার

              জলশূন্য হয়ে পড়ে।

    শহরের সব মানুষ

             জলের জন্য হাহাকার করে।

    পরিবেশ গবেষকরা

             অনেক আগে এই সমস্যার কথা বলেন।

    সেই সময়ে এই ব্যাপারটি

             সবাই তাচ্ছিল্য করে উড়িয়ে দেন।

    চল্লিশ লক্ষ মানুষ

              হঠাৎ নির্জলা হয়ে যায়।

    অন্য জায়গা থেকে আনা জলের ওপর

         তাদের নির্ভর করতে হয়।

    মানুষ যেভাবে পেট্রোল নেয়

         সেভাবে জল বিতরন হয়।

    সামরিক বাহিনী লাগিয়ে

          জলের রেশনিং করতে হয়।

    মানুষের প্রাণ যে জল

       সেই জল মেপে ব্যবহার করতে হয়।

  • || কঠিন কাজ ||
    Poetry

    || কঠিন কাজ ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Kathin Kaaj

    ʼবন্ধ করো তোমার কাজʼ, গৌরী বলে।

    ʼগোটা পাহাড়টাই তো ভেঙে ফেললেʼ।

    রামরতন কাঠফাটা রোদ্দুরে

                                   পাহাড় ভেঙে যাচ্ছে।

    ওর স্থির বিশ্বাস,  এই গাহাড়ের

                                   নিচে জল আছে।

    রাজস্থানে একটা ছোট্ট ঘরে

                                  রামরতন আর গৌরী থাকে।

    রামরতন শেষ কয়েক মাস ধরে

                                          পাথড় ভাঙ্গছে।

    রামরতনের ঘরের সামনে

                                 একটা ছোট্ট পাহাড় আছে।

    সেই পাহাড়ে কেউ আসে না

                                   ওটা পরিত্যাক্ত হয়ে পরে আছে।

    গৌরী বোঝে না,

                        রামরতনের কান্ড কারখানা।

    পাহাড় ভেঙ্গে জল কি করে আসবে

                              তা গৌরীর অজানা।

    আশেপাশের মানুষজন জানে

                                    রামরতনের মাথার ঠিক নেই।

    কিন্‌তু রামরতনের বদ্ধমূল ধারনা

                                  সে পাহাড়ের নীচে জল পাবেই।

    সেদিনও রোদের মধ্যে

                         হাম্বল দিয়ে সে পাহাড় ভাঙ্গছে।

    গৌরী দূরে ঘরে

                       ব্যস্ত নানান কাজে।

    রামরতন ছুটে এসে গৌরীকে বল্ল,

                                 ʼগৌরী জলের আওয়াজ পাচ্ছিʼ।

    গৌরী কিছুই বুঝলো না,

                                    ভাবলো মাথার ব্যামোটা বেড়েছে।

    রামরতন আবার ফিরে গেল

                                       পাথড় ভাঙ্গার কাজে।

    তারপর পাঁচদিন ধরে চলে

                                   ওই পাথড় ভাঙ্গার কাজ।

    হঠাৎ জল বেরিয়ে আসে

                                    ফোয়ারার মতো।

    রামরতন চিৎকার করে বলে,

                                 ʼগৌরী জল দেখʼ।

    ততক্ষনে আশেপাশের সবাই

                                      ছুটে আসে সেখানে।

    জল দেখে সবাই উল্লসিত

                      কেউ কেউ জলের পাত্র নিয়ে আসে সেখানে।

    কঠিন কাজ রামরতন করে গেছে

                                           অবিশ্রান্ত ভাবে।

    কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমে

                                      আজ সে ফল পেয়েছে।

    মানুষ যখন কোনোও কাজ

                              তার বুদ্ধি ও মন দিয়ে করে যায়,

    ভগবানও বোধহয়

                           তার হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যায়।

  • || নায়েগ্রা ফলস ||
    Poetry

    || নায়েগ্রা ফলস ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Niagara Falls

    প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য্য

                    এই নায়েগ্রা ফলস।

    এটি একটি বিশাল মনোমুগ্ধকর

                    সুন্দর স্থান।

    দুটি দেশ – আমেরিকা ও কানাডার

                    বাড়িয়েছে মান।

    জলপ্রপাতের যে প্রাকৃতিক শব্দ

         তা বাইরের সব আওয়াজকে ঢেকে দেয়।

    রাত্রে যখন এর ওপর লাল, নীল এবং গোল্ডেন কালারের

         আলো পড়ে তখন দৃষ্টি অপলক হয়ে যায়।

    এটি গঠিত তিনটি ফলসের সমাহারে।
    আমেরিকার আমেরিক্যান ফলস ও

                                      ব্রাাইডাল ভেল ফলস একধারে।

    কানাডার হর্স সু ফলস,

                                সবচেয়ে উঁচ, অন্যধারে।

    বিশাল এই ফলসে প্রতি সেকেন্ডে পঁচাশি হাজার কিউবিক ফুট

                                     জল আছরে পরে।

    পাহাড়ের গ্লেসিয়াররের জল গলে

                                     এর প্রবাহ সৃষ্টি করে।

    বিখ্যাত এই ফলসের সৌন্দর্য্য ছাড়াও

              এটি  বিপুল পরিমানে হাইড্রো-ইলেকট্রিসিটিও  উৎপন্ন করে।

    ক্ষমতা অনুযায়ী, এটি চার মিলিয়ন কিলো ওয়াট

                               জল বিদ্যুত তৈরী করতে পারে।

    মানুষের ঢল নেমে যায়

                               নায়েগ্রা ফলস দেখতে।

    আামেরিকার নিউইয়র্ক বা কানাডার অন্টারিও থেকে

                            যেতে হবে এর দেখা পেতে।