• || হোয়াটঅ্যাপে এক চার তিন দুই ||
    Poetry

    || হোয়াটঅ্যাপে এক চার তিন দুই ||

    Audio File

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Whatsapp e 1432

    হোয়াটঅ্যাপে একটি ছেলের সঙ্গে

          একটি মেয়ে চ্যাট করছে।

    কথাগুলো চলছে

            সব কোড ল্যাঙ্গুয়েজে।

    ছেলেটি লিথলো,

             এক-চার-তিন।

    মেয়েটি উত্তর দিল,

             এক-চার-তিন-দুই।

    বুঝলেন কিছু?

             আমিতো বুঝিনি।

    এক-চার-তিন মানে

              আই লাভ ইউ।

    আর এক-চার-তিন-দুই মানে

              আই লাভ ইউ টু।

    তেমনি বি এ ইউ মানে

          বিসনেস অ্যাস ইউজুয়াল।

    এল ও এল মানে

            লাফিং অউট লাউডার।

    শেষে আমি বলি,

           ʼটি ওয়াইʼ, থ্যাঙ্ক ইউ।

  • || হোয়াটসঅ্যাপ পিঙ্ক স্ক্যাম  ||
    Poetry,  Poetry on hot topics

    || হোয়াটসঅ্যাপ পিঙ্ক স্ক্যাম  ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Whatsapp Pink Scam

    হোয়াটসঅ্যাপের একটি বার্তা

        পিঙ্ক থিম ডাউমলোড করতে বলছে।

    এ বার্তা ভারতের কিছু শহরে

              কিছু মানুষের কাছে এসেছে।

    সবুজ, সাদা, কালো দেখ দেখে

              মানুষের একঘেয়ে হয়ে গেছে।

    তাই তার জায়গায় পিঙ্ক দেখে

              অনেকেই ডাউনলোড করেছে।

    হোয়াটসঅ্যাপের রঙ গোলাপি হতেই

          ফোনের সবকিছু হ্যাকারদের হাতে।

    আপনার ব্যাঙ্ক-ডিটেলস, সব পাসওয়ার্ড, ওটিপি

              সবকিছুই তাদের কাছে।

    সঙ্গে সঙ্গে অ্যনড্রয়েড ফোনের সেটিংস থেকে

        অ্যাপে গিয়ে পিঙ্ক অ্যাপ আন-ইন্সটল করতে হবে।

    বা আই ফোনে

        পিঙ্ক অ্যাপ আন-ইন্সটল করতে হবে।