• মানুষকে মনে রাখা
    Poetry

    মানুষকে মনে রাখা

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Remembering a human being মানুষ যখন চলে যায়               থাকে দুটি দিন। স্মরণ করে, মালা পরায়         ঐ জন্মদিন আর মৃত্যুদিন। তার কাজের হিসেব থাকে তখন                সবার অবচেতনে। কাজটি যেদিন ঠিক হয়না                মনে পরে সেই দিনে। ছবির দিকে তাকিয়ে কেউ               যখন এক মিনিটও ভাবে। মনের ভেতর উথাল পাথাল                মনটা কেন কাঁদে? কাজটুকুই যে সম্বল তার               সেটাই থাকে সবার মনে। প্রিয়জনের স্মৃতি হয়ে               থাকে সে মনের কোনে।

  • || ভক্ত – দ্বিতীয় অংশ ||
    Poetry

    || ভক্ত – দ্বিতীয় অংশ ||

    Bhakta Part Two Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita একটু পরে নিজেকে সামলে জমিদারবাবু বললেন,              ʼতুমি আজকে থেকেই এখানে আসতে পারʼ। ʼআমার অন্দরমহলে একটা কাজ আছেʼ                   ʼসেটা তুমি চাইলে করতে পারʼ। ʼকাজটা একটু ঝামেলারʼ                 ʼআমার ফাই-ফরমাস খাটতে হবেʼ। ʼতোমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হবেʼ,              ʼআর  মাসে তিন হাজার টাকা মাইনে পাবেʼ। ভক্ত তো এক কথায় রাজী         বললো, ʼআমি কৃপাকে বলে আসছিʼ। ʼএকটু পরেই আমি গোপালজীকে ʼ          ʼসঙ্গে নিয়ে এখানে চলে আসছিʼ। একটু পরেই ভক্ত জমিদার বাড়ীতে                 এসে হাজির হলো। একটা বিরাট ঘরে                  তার থাকার ব্যবস্থা হলো। এত বড় ঘর সে দেখেনি আগে        মনে মনে গোপালজীকে বারবার ধন্যবাদ…

  • || ভক্ত – প্রথম অংশ ||
    Poetry

    || ভক্ত – প্রথম অংশ ||

    Bhakta – Part One Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita গোপালজীকে নিয়ে যাচ্ছে ভক্ত            এক্কেবারে একা যাচ্ছে সে। একটা মানুষই ভক্তের সঙ্গে ছিল এতদিন            একটু আগেই ইহলোক ছেড়েছে সে। মানুষটি আর কেউ নয়            সে ভক্তের ঠাকুমা। ছোটবেলা থেকে সেই            ভক্তের বাবা ও মা। সেই ছোট্ট ছেলে ভক্তকে             ঠাকুমাই মানুষ করেছে। তাই ঠাকুমা মারা যাবার পর         ভক্ত পৃথিবীতে এক্কেবারে একা হয়ে পরেছে। ছোটোবেলা থেকেই সে হাত জোর করে        বসে থাকতো গোপালজীর কাছে। তার ভক্তি দেখে ঠাকুমাই             ওর নাম ভক্ত রেখেছে। বিকেলবেলা ভক্ত ঠাকুমাকে দাহ করে   চোখে জল আর গোপাজীকে নিয়ে চলেছে। কোথায় যাবে তা সে জানে না  …

  • || সাকসেস পেতে  ||
    Poetry

    || সাকসেস পেতে  ||

    Success Pete Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita মনটা ভাল আছে?      ওকে তো নিতেই হবে। তাই খারাপ হলে      জোর করে হাসতে হবে। রাত্রের অন্ধকারের পর       প্রতিদিন সূর্য্য ওঠে। অন্ধকার মেঘে ঢাকা পৃথিবীতেই       কিছু পরে ঝলমলিয়ে রোদ্দুর ওঠে। অন্ধকার মেঘে শান্ত থেকে        রোদ্দুরে মনও ঝলমলিয়ে উঠবে। কালের নিয়মে, সময়ের হাত ধরে       দুঃখের পর ভাল দিনও আসবে। ভাবতে হবে, পৃথিবীতে যা হচ্ছে         তা ভালোর জন্যই হচ্ছে। মানব জীবনে যন্ত্রণা তো থাকবেই         সেটাকে ভুলতে হবে। পরিশ্রম করে নিজের কাজ         এগিয়ে নিয়ে যেতে হবে। স্বপ্নের মাইলস্টোন এ রাস্তার            অনেকটা দূরে। মাঝে আবার পথটা গেছে            একটু ঘুরে। রাস্তায় যে মাইলস্টোনগুলো…

  • || পরিক্রমণ ||
    Poetry

    || পরিক্রমণ ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Parikraman একটি মানুষ জন্মায় পৃথিবীতে            হাতে নিয়ে অনেক কাজ। সে ক্রমে ভুলতে থাকে            তার যা ছিল করার আজ। সে তার নিজের পরিবেশে          হয়ে ওঠে অন্য এক মানুষ। হয়ত সে আজ নিজেরই বিপরীত-মনস্ক             নেই কোনও তার হুঁশ। অন্য আরেকজন, শুরু থেকেই কাজ করে,            নিজের কাজের লিস্ট দেখে। যেমন কাজে পাঠানো তাকে            তেমন কাজই চলতে থাকে। ওপরওলা পাঠায় যখন            ভাল কাজের লিস্ট দিয়ে। কেউ হয় ডাকাত, কেউ মনিষী             আপন কাজের পথে এগিয়ে। ফাইনাল রেসাল্ট শেষের দিনে             জানতে গারে নিজেরটুকু। অচিনপুরের যাত্রী সে আজ, রেজাল্ট হাতে           করে পরের যাত্রার হিসাবটুকু।

  • || মন ভালো করে ||
    Poetry

    || মন ভালো করে ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Mon Bhalo Kore মন ভালো করে        চলোরে সবাই। মন ভালো হলে       কাজ ভালো সদাই। চিন্তামুক্ত, হাসি খুশি মনে         যা হয় কাজ, তাতে মন আরও ভালো হয়,   সে আরও খুশি হয় আজ। তাই ফলস্রুতির চিন্তা ছেড়ে,     মানুষ যখন কাজটি করে, খুশি মনে যে কাজটি হয়েছে     তা সার্থকতার পথটি ধরে।

  • || স্বপ্নকে সত্যি করা ||
    Poetry

    || স্বপ্নকে সত্যি করা ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Swapno ke Satyi Kora মানুষ স্বপ্ন দেথে       সেই স্বপ্নকে পেতে পরে কাজও করে। সেই কাজ প্যাশনেটলি করলে       স্বপ্ন সত্যি হয় সার্থকতার হাত ধরে। স্বপ্নকে সত্যি করতে         আগে প্ল্যান করতে হবে। পরে সেই প্ল্যান মাফিক কাজ করে           নিজের গন্ত্যবে পৌঁছানো যাবে। শুধু ভাবনা নয়     মন দিয়ে করতে হবে সমস্ত কাজ। সেই কাজেই সার্থক হবে স্বপ্ন          এটাই বলি আজ।

  • || কথা না কাজ ||
    Poetry

    || কথা না কাজ ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Kotha na Kaaj কোনটি বেশী জরুরী,                কখা না কাজ। কাজকে সবাই এগিয়ে দেবে                এখন দেখা যাক। বাচিক শিল্পী হলে       কথা বলাটাই তো তার কাজ। আবার রঙের মিস্ত্রি হলে          রঙ করাটাই তার কাজ। তাই সমান-সমান,         দুটোই সমান দরকারী। এখন কখন কোনটা প্রয়োজন         সেটা জানাটাই বেশী জরুরী। একটি ছেলে তখন সে           ম্যাথসে অনার্স পরীক্ষা দেবে। একটা সময় সে ঠিক করলো           কথা বলা বন্ধ করবে। দিনের পর দিন           সে ইসারায় কথা বলে। অঙ্ক করা ও তার চিন্তায়           এইভাবে তার দিন চলে। পুরো এনার্জির বেশীর ভাগটাই           সে অঙ্কের জন্য খরচ করে। এতে প্রিপারেশন তো ভাল…

  • How much work one human being can do?
    Miscellaneous

    How much work one human being can do?

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita How much work one human being can do? The answer of the question mentioned in the heading is ‘infinite’. Mathematically, this statement is totally wrong. Because, infinite means a number which is more than any finite number. In fact, the intention of saying infinite is that any human being can do enormous number of works. But a person who is able to do enormous number of works should have some qualities: Positive attitude The human being should have the qualities of having positive attitude. The person should perceive that he can do any number of works. Unless, the person does…

  • || অনেক কাজ – পারব না ||
    Poetry

    || অনেক কাজ – পারব না ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Anek Kaag – Parbo na অনেক কাজ আছে আমার,             যেতে পারবো না। কি যে করি এখন        ভাবতেও পারছি না। অফিসে আগে আমার             তিনতে কাজ ছিল। তারপর চার, পাঁচ, ছয়             এত কাজ বেড়ে গেল। ডবল কাজ         কি ভাবে যে করি? সবগুলো শেষ করে         তারপরে যাব বাড়ী। মনের সব ʼনাʼ  গুলো           এক জায়গায় লেখা যাক। প্রত্যেকটা ʼনাʼ কে ʼহ্যাঁʼ করতে                        কি করতে হবে কাজ। সেটা করতে বড় কাজগুলো                         কয়কটা ছোটো ছোটো কাজে ভাঙ্গতে হবে। এবারে ছয়টা কাজের               একরকম ভাঙ্গা কাজগুলো একসঙ্গে করতে হবে। একরকম কাজ এক সঙ্গে করলে                                অনেক তাড়াতাড়ি হবে। বাকী বিভিন্ন…