• ।। কাজ ।।
    Poetry

    ।। কাজ ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    Kaaj

    কাজ তো সবাই করে জানি

                 আমিও করি কাজ।

    এক ছেলেকে দেখেছি আমি

                 তার কথা বলি আজ।

    হরির ছেলে গোপাল

                    কাজে এসেছে বাবার।

    রঙের মিস্ত্রি হরি

                 অনেক দিনের কাজ তার।

    ছেলেকে শেখায়

                কাজ করবে এমন।

    যা শুধু তোমার নয়

                হবে সবার মনের মতন।

    মানুষের সব কাজ

              একদিনে তো শেষ হয়না তারা।

    ভাল কাজ করলে পরে

                 ডাকবে সারা পাড়া।

    তাই শুধু নয় ছেলে

                  কাজটা এমন করবে যাতে

    সবটুকু যেন শেষ হয়

               অন্য কাঊকে ডাকতে না হয় তাতে।

    গোপাল একদিন বড় হয়

                            সবাই ডাকে গোপাল মিস্ত্রিকে।

    রঙের  কাজটা ছেড়েছে হরি

                                    সবটাই এখন গোপাল দেখে।

    গোপালের মনের কথা

                           একবার কাজ করব যেখানে।

    বারবার যেন ডাক পাই

                                  সব কাজে সেখানে।

    তাই সে এমন ভাবে

                                কাজটা শুরু করে,

    অন্য মিস্ত্রির কাজটাও করে

                                তার কাজের পরে।

    কাজের শেষে পারিশ্রমিক

              সে তো আছে পাকা।

    বকশিশটাও আছেই পরে

               সেটাও থাকে রাখা।

    গোপাল নামে আদরের ছবি

                সবারই আদরের গোপাল।

    করে যাও তুমি এমনই কাজ

               মনে রাখবে সবাই চিরকাল।