• || সাকসেস পেতে  ||
    Poetry

    || সাকসেস পেতে  ||

    Success Pete

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

    মনটা ভাল আছে?

         ওকে তো নিতেই হবে।

    তাই খারাপ হলে

         জোর করে হাসতে হবে।

    রাত্রের অন্ধকারের পর

          প্রতিদিন সূর্য্য ওঠে।

    অন্ধকার মেঘে ঢাকা পৃথিবীতেই

          কিছু পরে ঝলমলিয়ে রোদ্দুর ওঠে।

    অন্ধকার মেঘে শান্ত থেকে

           রোদ্দুরে মনও ঝলমলিয়ে উঠবে।

    কালের নিয়মে, সময়ের হাত ধরে

          দুঃখের পর ভাল দিনও আসবে।

    ভাবতে হবে, পৃথিবীতে যা হচ্ছে

            তা ভালোর জন্যই হচ্ছে।

    মানব জীবনে যন্ত্রণা তো থাকবেই

            সেটাকে ভুলতে হবে।

    পরিশ্রম করে নিজের কাজ

            এগিয়ে নিয়ে যেতে হবে।

    স্বপ্নের মাইলস্টোন এ রাস্তার

               অনেকটা দূরে।

    মাঝে আবার পথটা গেছে

               একটু ঘুরে।

    রাস্তায় যে মাইলস্টোনগুলো দেখা যাচ্ছে,

            সেগুলো পেরোতে হবে আগে।

    ওগুলো পেরিয়েই পৌঁছোনো যাবে

           স্বপ্নের মাইলস্টোনের সীমানায় কাছে।

    পুরোনো হোঁচট খাওয়াটা মনে রেখে

               ওই রাস্তায় হাঁটতে হবে।

    নিজের ওপর ভরসা রেখে

         কাজগুলো এক-এক করে শেষ করতে হবে।

    প্রচেষ্টা ও সাহস দেথে, ভগবানও একটা হাত ধরে

                  এগিয়ে নিয়ে যাবে।

    থামা চলবে না সেই স্বপ্নের

                মাইলস্টোন না পেরিয়ে।

    গন্তব্যে পৌঁছে পিছনে তাকিয়ে দেখ

                অনেকটা পথ এসেছো ছাড়িয়ে।