ভারতের মেয়েদের ক্রিকেটে বিশ্বজয়
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita (to view & listen the Video)
Audio File:
দোশরা নভেম্বেরের মধ্যরাতে
আরব সাগরের তীরে বিশ্বজয় হলো।
ভারতের মেয়েরা সাউথ আফরিকাকে হারিয়ে
ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে ট্রফি হাতে পেল।
হরমনপ্রীত, স্মৃতি, জেমাইমা
শেফালী, রিচা, দীপ্তি আর সবাই খেললো।
সাউধ আফরিকার বাহিনীর সঙ্গে
প্রাণপাতে ক্রিকেট-যুদ্ধে জয়ী হলো।
মধ্যরাতে বিজয় উৎসবে ভারতে
উদযাপন হলো দিওয়ালি আরেকটি।
দীপ্তির শেষ বলে হরমনপ্রীত যখন ধরলো
ক্লার্কের সেই স্মরণীয় ক্যাচটি।
প্রতিকা রাওয়েলের পা মচকালো
শিকে ছিঁড়লো শেফালী ভার্মার।
ফাইলালে সাতাশি রান আর দু-উইকেট নিয়ে
মালিক হলো সে ম্যান অফ দি ম্যাচ তখমার।
রিচা ঘোষের ঝোডো চৌত্রিশ রান
এলো মাত্র চব্বিশ বলে।
ভারতের মেয়েরা দুশো আটানব্ব্ই
রান করলো সবাই মিলে।
জেতার উদগ্র বাসনা নিয়ে
ভারতের মেয়েরা এলো বল করতে।
এই রান আটকাতে হবে
কুড়ি ওভারে ম্যাচ জিততে।
শেষ দুবার বিশ্বকাপ ফাইনাল খেলে
দুবারই হয়েছে হারতে।
তাই দল পরিচালনার ফাঁকে বারবারই
দেখা গেল হরমন ব্যস্ত ভগবানকে ডাকতে।
ক্যাপ্টেন উলভার্টের শতরানের পর
দীপ্তের বলে আমনজোৎ ক্যাচ ধরলো।
ম্যাচের ভাগ্য আস্তে আস্তে
ভারতের দিকে এগিয়ে এলো।
সতীর্থদের সাফল্য এলো একেএকে
এক এক করে ব্যাটসম্যানকে আউট করতে।
এব পর দীপ্তির শেষ বলে
ভগবান হরমনকে দিলেন উনিং ক্যাচ ধরতে।
নবি মুম্বাইয়ে লেখা হলো
ক্রিকেটের নতুন ইতিহাস।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের পর
বিশ্বজয়ী ভারত চতুর্থ দেশ।
আরব সাগরের তীরে মধ্যরাতে
ভারতের মেয়েদের ক্রিকেটের সূর্যোদয়।
আগামী দিনে ক্রিকেটকে পেশা করতে
ভারতের মেয়েরা হবে অকুতোভয়।


